সাউথ ফ্লোরিডার আকর্ষনীয় এশিয়ান ফুড ফেয়ারের দুটো অনুষ্ঠান সুষ্ট ভাবে মার্চের ২ ও ৩ তারিখ আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ২৯ তম এশিয়ান ফুড এন্ড কালচারাল শো ও ২৮ তম এশিয়ান এক্সপো ফুড এন্ড এন্ড কালচারাল শো অনুষ্ঠিত হল। দুটোরই হোস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা একই নামের দুটো সংগঠন।বিগত তিন মাস থেকেই এশিয়ান ফুড ফেয়ার নিয়ে ২ টা সংগঠনের প্রস্তুিতির টান টান উত্তেজনা ছিল।
সাধারন প্রবাসীরা নানা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চরম উৎকন্ঠায় ছিলেন। ইতিহাস থেকে জানা যায় ২৬ টি এশিয়ান ফুড ফেস্টিভ্যাল বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার একক নেতৃত্বে সফল ভাবে সম্পন্ম হওয়ায় পুরো আমেরিকা জুড়ে ফোবানার পর বেশ জনপ্রিয় ইভেন্টে পরিনত হয়েছিল। করোনাকালীন সময়ে ২০১৯ সালে এশিয়ান ফুড ফেয়ার ক্যানসেল হবার পর ২৬ তম আসরটি হতে পারেনি। তারপর চার বছর করোনার কারনে ও অর্থনৈতিক মন্দার কারনে এশিয়ান ফুড ফেয়ার হতে পারেনি।এই সময় নেতৃত্বের কোন্দল ও অর্থনৈতিক কিছু অনিয়ম, আভ্যন্তরিন মনোমালিন্য ও স্বেচ্ছাচারিতার কারনে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা দুটো ভাগ হয়ে যায়।
এর একটির নেতৃত্বে চলে আসেন কমিউনিটির জনপ্রিয় মুখ এম রহমান জহির ও আশরাফ। অপরটির নেতৃত্ব দেন চট্টগ্রাম এর এমরান ও এবিএম মোস্তফা। বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার মুল নেতৃত্ব দুই পক্ষই দাবী করতে থাকেন। এই বিভাজন চলে আসে ২০২১ সাল থেকেই। ২০২৩ সালে এম রহমান জহির এশিয়ান ফুড ফেয়ারের মুল ভেন্যু সাউথ ফ্লোরিডার ফেয়ার গ্রাউন্ড এ ২৭ তম এশিয়ান এক্সপো ফুড এন্ড কালচারাল শো করে তাক লাগিয়ে দেন। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন। সেই সময় এমরান ও মোস্তফা অনুসারীরা ও মিরারমার নামক স্থানে এশিয়ান ফুড ফেয়ার করেন। এবার ২৮ তম এশিয়ান এক্সপো ফুড এন্ড কালচারাল শো এম রহমান জহির এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ২ ও ৩ মার্চ। ঠিক একই সময় মায়ামীর মিরানমারে এমরান গ্রুপরাও ২৯ তম এশিয়ান ফুড ফেয়ার করেন। দুটো অনুষ্ঠান ভিন্ন জায়গায় হওয়াতে লোক সমাগম হয়। তবে সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড এর ভেন্যু টা ২৮ বছর থেকে হওয়াতে সেখানে ছিল উপছে পড়া ভীড়।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে দুইদিনব্যাপী (২-৩ মার্চ) সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে ২৮তম এশিয়ান এক্সপোর আনুষ্ঠািনক উদ্বােধন হয়েছে ২ মার্চ শনিবার। মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ, ম, ওবায়দুল মোক্তাদির চৌধুরী। এর আগে শুক্রবার ১ মার্চ পামবীচ হিল্টন হোটেলের ম্যাজেষ্টিক বলরুমে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড সিরোমনি ও গালা-নাইট অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ, ম, ওবায়দুল মোক্তাদির চৌধুরী। গালানাইটে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ, ম, ওবায়দুল মোক্তাদির চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃেত্ব উন্নততর বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের আরো বেশী করে বাংলাদেশে বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে আরো বেশী সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
গালানাইট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন গালানাইটের চেয়ারম্যান কামরুল চৌধুরী, মেলা আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট এম, রহমান জহির ও সাধারণ সম্পাদক আশরাফ, মেলার কনভেনর সঞ্জয় সাহা ও মেলার সদস্য সচিব এস আই জুয়েল, সরকার হারুন, আতিকুর রহমান আতিক, ড. এহসানুল করিম, আনোয়ারুল খান দীপু, প্রমুখ।
প্রসঙ্গত, এবারের ২৮তম এশিয়ান এক্সপোতে ৯৫টি ষ্টল ও ১০ / ১৫ টি দেশের কালচারাল শো ছিল এবং দুইদিনে ৬ হাজারেরর বেশী দর্শকের উপস্থিত ছিল বলে জানিয়েছে মেলা আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট এম, রহমান জহির ।
৩ মার্চ ২৮ তম এশিয়ান এক্সপো ফুড এন্ড কালচারাল শো র দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় ২ টায়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। ২ টা ৫ মিনিটে এ ছিল বাংলা, নেপাল, ইরানিয়ান এর মিক্স ডেন্স, ২ টা ২০ মিনিটে লোরেন চেক ব্যালে ডেন্স, ২ টা ৩০ মিনিটে প্রতিমা ও মহিতা ডেন্স, ২ টা ৫০ মিনিটে অমৃতা রয় ডেন্স, ৩ টা ৩ টা ৩০ মিনিট এসোসিয়েশন এওয়ার্ডস সিরিমনি। ৩ টা ৪৫ মিনিটে আলমগীর পাটোয়ারি এর সলো গান, ৪ টায় মনিকা সাং ডেন্স চায়নিজ, ৪ টা ২০ মিনিটে দেশী নাচ, ৪ টা ৩০ মিনিটে বাচ্চাদের গ্রুপ ডেন্স, ৫ টায় লায়ন ডেন্স, নারা ডেন্স,প্রভার গান, ৬ টায় এসোসিয়েশন এওয়ার্ডস সিরিমনি, স্পন্সর দের পরিচিতি ও বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার হোস্ট কমিটির পরিচিতি। ৭ টা থেকে ৮ টা অনিমা ডি কস্টার গান, শামিম সং, সাড়ে ৮ টায় মৌ এবং সুমন ডেন্স। ৮ টা থেকে ৯ টায় পবন দেব ও অরুনিতা রয় এর গান। চিত্রা সুলতানার পরিচালনায় বাচ্চাদের অনবদ্য পরিবেশনা। ৯ টায় এক্সপো রিকগনিশন। রাত ৯ টার পর শুরু হয় প্রধান শিল্পীদের পারফর্মেন্স। সংগীত পরিবেশন করেন বিশাল কোটওয়ারী, জয়তিকা টাংরী, অরুনিতা কাটোয়াল, পাওয়ানদীপ রাজন। ইন্ডিয়ান আইডল পাওয়ানদীপ রাজন দেড় ঘন্টা মঞ্চ মাতিয়ে রাখেন।
২৮ তম এশিয়ান এক্সপো ফুড এন্ড কালচারাল শোতে ছিল রকমারি খাবার, রাত গভীর হতে থাকে খাবারের দোকানের ভীড় বাড়তেই থাকে। নানা দেশের মুখরোচক খাবার ও কাপড়, গহনার স্টলে ইদের কেনাকাটা করতে থাকেন প্রবাসীরা। ২ দিনের মিলনমেলা গেটটুগেদার চলতে থাকে নানা শহরের প্রবাসীদের। ছিল মেডিক্যাল টীম ও টিকেট কাউন্টার ও সিকিউরিটির ব্যবস্থা।
এই প্রতিবেদকের সাথে নানা পেশার ও নানা সিটির নাগরিকদের কথা হয়। অনেকেই এশিয়ান ফুড ফেয়ার একক ভাবে আবার ফিরে আসার আশা পোষন করেন। ভেন্ডর শেলী জসিম জানান, আগে এশিয়ান ফুড ফেয়ারে ১০/১৫ হাজার লোক হত, ভাল ব্যবসা হত। এখন এটা কমে এসেছে। আয়োজকদের অন্যতম কবি সরকার হারুন জানান, কিছু ছাড় দিলে এই বিভাজন কমিয়ে আনা সম্ভব। সাউথ ফ্লোরিডার পুরোনো বাসিন্দা গায়ক জাহেদ নুর জানান অনেক নতুন সংগঠক সাউথ ফ্লোরিডায় আছেন, যারা কাজ করতে চায়। তাই হয়ত এই দুটো ফেয়ার চলমান থাকবে, তবে ভিন্ন সময়ে করলে এটার নেগেটিভ প্রভাব কম পড়বে।
অত্যন্ত জাকজমকপূর্ণ ভাবে সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা'র উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী ২৮তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার এন্ড কালচারাল শো'২০২৪ গতকাল ৩রা মার্চ রাত ১২ টায় শেষ হল আনন্দ উদ্দিপনায়।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা সভাপতি এড এম রহমান জহির এবং সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ বলেন ২৮তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার এন্ড কালচারাল শো'২০২৪ অত্যন্ত জাকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জন্য ২৮তম এশিয়ান এক্সপো'২০২৪ কমিটির কনভেনর সঞ্জয় সাহা , চেয়ারম্যান মোহাম্মদ হক রনি ,সচিব এস আই জুয়েল সহ কমিটির সকল সদস্য এবং এসোশিয়েশনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ ও পরিচালকবৃন্দ উপস্থিত প্রবাসী, স্পন্সরদের ও ভেন্ডরদের আন্তরিক মোবারকবাদ জানান । তারা স্মরনকালের সেরা ফেয়ার ২০২৪ এ অংশগ্রহণকারী সকলদেশের শিল্পী,কলাকুশলীদেরও অভিনন্দন জানান। এম রহমান জহির জানান বৈরী আবহাওয়া উপেক্ষা করে ও সকল দর্শক-শ্রোতাদের যাদের পদচারণায় মেলা প্রাংগন হয়ে উঠে ছিল মুখরিত ও প্রানবন্ত।
অত্যন্ত ব্যয়বহুল এই দুটো এশিয়ান ফেয়ারে মায়ামীতে ৫০০ হাজারের বেশী ডলারের বাজেট পুরোটাই উঠে গেছে বলে জানান দুই ফেয়ারের আয়োজকরা। একটি ম্যাগাজিন ও প্রকাশিত হয়েছে। প্রবাসীরা দুটো এশিয়ান ফেয়ারব উপভোগ করলেন।।