নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ১০ মার্চ, রোববার সন্ধ্যায় সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিকের বড় ভাই মরহুম ইনামুল করিম, মরহুম গোলাম হাফিজ, মরহুম হামিদুর রহমান ও মজিবুর রহমানের মাতা সহ যারা ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে কমিউনিটিতে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ রুহুল আমিন খান।
সম্প্রতি যারা ইন্তেকাল করেছেন তাঁদের সবার জন্য দোয়া মাহফিলে উপস্থিত সবাই দু’হাত তুলে দোয়া করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন, সেই সাথে তাঁদের পরিবারের শোক কাটিয়ে ওঠার জন্যও সবাই দোয়া করেন।
বিএএসজের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক,মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরী,ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন, মওলানা আবদুল হাই প্রমুখ।
দোয়া মাহফিলে ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,মোঃ আইয়ুব, শামীম চৌধুরী, মনিরুজামান মনির,শাহরিয়ার আহমদ,বেলাল হোসেন, আব্দুর রহিম, আবু নসর, বেলাল উদ্দীন,মাসুদ চৌধুরী, মোঃ ফেরদৌস, রহমান বাবুল,কুতুবউদদীন এমরান, সৈয়দ শহীদ, ফারুক তালুকদার, হাবীব রেহমান,রওশনউদদীন সহ আটলান্টিক সিটি ও এর পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন।নৈশভোজের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।