নিউইয়র্ক সিটি মেয়রের সম্মাননা পেলেন রুহিন হোসেন

ডেস্ক রিপোর্ট
  ১৪ মার্চ ২০২৪, ১৩:৪০

তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী এবং কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের সম্মাননা (সাইটেশন) পেলেন আমেরিকায় বাংলাদেশি মালিকানাধীন প্রথম টেলিকম কোম্পানি ‘রিভারটেল’-এর সিইও রুহিন হোসেন। বাংলাদেশ হেরিটেজ মাস উপলক্ষে গত ৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়রের বাসভবন গ্রেসি ম্যানসনে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে রুহিন হোসেনের হাতে সম্মাননা তুলে দেন মেয়র অ্যাডামস।
এ অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য আরো তিন বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন বিশিষ্ট চিকিৎসক ও গেটওয়েল মেডিকেয়ারের কর্ণধার শামীম আহমেদ এমডি, শিল্পকলা একাডেমি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি মনিকা রায় চৌধুরী এবং ডাইনামিক ট্যাক্সের প্রেসিডেন্ট ও সিইও আব্দুল চৌধুরী।
রুহিন হোসেন একমাত্র বাংলাদেশি, যিনি তরুণ ব্যবসায়ী হিসাবে যুক্তরাষ্ট্রে টেলিকম ব্যবসার সূচনা করেছেন। তার মালিকানাধীন রিভারটেল ইতিমধ্যে ফাইজ-জি নেটওয়ার্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে যাত্রা শুরু করেছে। খুব শিগগির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে রিভারটেলের বিস্তৃত কার্যক্রম শুরু হবে। এর আগে নিউইয়র্কে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস থেকে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসাবে সম্মাননা লাভ করেন। রুহিন হোসেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন সফল ও পেশাদার আইটি ব্যবসায়ী। তিনি প্রবাসের প্রাচীনতম পত্রিকা ঠিকানার ডিজিটাল মিডিয়ার প্রধান উপদেষ্টা। তার সহধর্মিনী মুশরাত শাহীন অনুভা ঠিকানার ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার (সিওও)।