ওমানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আল বারাকা হাইপার মার্কেট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন স্থানীয়রা। বলা হচ্ছে, দেশটিতে এটিই মাসিরা দ্বীপে সবচেয়ে বড় হাইপার মার্কেট।
ওমানে বসবাস অন্তত আট লাখ বাংলাদেশির। দেশটিতে চাকরির পাশাপাশি ব্যবসা খাতেও ব্যাপক সফলতা পাচ্ছেন বাংলাদেশিরা। ওমানে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশি আল বারাকা গ্রুপ এবার চালু করল নবমতম ব্রাঞ্চ আল বারাকা হাইপার মার্কেট।
মালয়েশিয়ায় প্রবাসীদের ৩ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে দূতাবাস
বিদেশিদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান রাষ্ট্রদূতের
মাসিরা দ্বীপে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় হাইপার মার্কেটটির। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওমানের শেখ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুলওয়ালি বাওয়ান গভর্নর, মাসিরা, ওমান।
শেখ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুলওয়ালি বাওয়ান বলেন, বাংলাদেশিরা অনেক পরিশ্রমী, কর্মঠ। তারা ওমানের প্রতিটি সেক্টরে সমানতালে অবদান রেখে চলছে। তাদের সাফল্য ঈর্ষণীয়। তাদের ভবিষ্যতের জন্য দোয়া করি।
উদ্বোধনী আয়োজনে অংশ নেন অনেক বাংলাদেশি ব্যবসায়ীও। প্রতিষ্ঠানের সফলতায় প্রবাসীদের সহায়তা কামনা করেন কর্ণধার আবু ইউছুপ।