রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের ইফতার ও দোয়া মাহফিলে চাঁদপুরের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কমিউনিটির এগিয়ে চলাকে ত্বরান্বিত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে থাকার সংকল্প ব্যক্ত করা হয়েছে। ১৮ মার্চ সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এই সংকল্প ব্যক্ত করা হয়।
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক-এর সভাপতি মো. ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের পরিচালনায় এবং আব্দুর রহিম ভুইয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের সূচনা করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, উপদেষ্টা নাজমুল আহসান, অধ্যাপক শাহাদাত হাসান, আমিন খান জাকির, ফারুক আহমেদ ভুইয়া, জামান তপন, নিলুফার ইয়াসমিন মিতু, ডাক্তার মাহমুদ হোসাইন মিন্টু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ লিপি, মইনুল উদ্দিন মাহবুব, নির্বাচন কমিশনার আব্দুল হাকিম মিয়া, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক-এর সভাপতি ড. এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র-এর সহ-সভাপতি,তৈমুর রেজা, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকী পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার শিমু, ইসমাইল মিয়া প্রমুখ।
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক এবং লং আইল্যান্ড চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট আক্তার হোসেন বদল, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুল ইসলাম মুকুল, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ইমাম হাফেজ রফিক, অ্যাডভোকেট সেতু, আলমগীর খান আলম, মাওলানা এমকে রহমান মাহমুদ, আব্দুস সামাদ টিটু, মোঃ বদরুল হক আজাদ, মোঃ আল আমিন, সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ রবিউল আলম, শাকিল মিয়া, মিয়া ওবায়দুর রহমান, মোঃ আনোয়ার হোসেন মিয়াজি, আব্দুর রউফ লেবু, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, নাদির উজ্জ্বল, শাহাদাত হোসেন রাজু, সাজ্জাদ হোসেন, রুহুল, জহির, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক এর সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মোবারক হোসাইন, সহ-সভাপতি মোঃ সিদ্দিক পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ রেজাউর রহমান রাজু, সহ-সভাপতি নুরুল আলম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভ‚ঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, কোষাধ্যক্ষ মোঃ আবু সাদেক, সহ-কোষাধ্যক্ষ মাহবুবুল আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আহাদ ভ‚ইয়া, প্রচার সম্পাদক মো. আবুবকর, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল পাটোয়ারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মিঞা ওবায়দুর রহমান, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট নুবাইরা ইবনাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা শাহানারা কবির, সমাজকল্যাণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন মিয়াজী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার মো. মইনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাফায়েত হোসেন রুমান, সদস্য মাহমুদা আহমেদ, হাসান মাহমুদ সোহেল, মোঃ ফারুক আহমেদ, মকসেদুর রহমান সেলিম, ফাতেমা আক্তার, মো. জহিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, বেলায়েত হোসাইন সোহাগ, আব্দুল মমিন, ফারহানা আক্তার শিমু, নূর হোসাইন, রাজন হাসান, মোঃ জাকির হুসাইন, ফয়েজ আহমেদ, মোঃ বোরহানউদ্দিন, মোঃ মোরশেদ, ওসমান ওমর ফারুক, ফজলুল হক প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক ছিলেন মো. আবু ছাদেক ও সদস্য সচিব আবু বকর।