বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্যারিস–বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রেস ক্লাব নেতাদের সরব উপস্থিতিতে ফ্রান্সের অদূরে সমুদ্র কন্যা প্লাজো দো এতরেতেতে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
‘সবুজের সঙ্গে ফেনায়িত ঢেউ দূর বহুদূর–মেঘ শুধু মিলিয়েছে হাত আর কিছু সুর,’ এই স্লোগান সামনে রেখে প্যারিসের গার দো লিস্ট থেকে সকাল ৮টায় প্রেস ক্লাব সদস্যরা যাত্রা করেন।
পাহাড় আর সমুদ্রের ঢেউয়ের যৌথ সম্মিলনে তালে-তালে নেচে, গেয়ে এবং বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন ফ্রান্সের সাংবাদিকদের পরিবারখ্যাত প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের গণমাধ্যমকর্মীরা।
আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন রকম প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের আহ্বায়ক এবং এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃতীয় বাঙলা ডটকমের সম্পাদক এনায়েত হোসেন সোহেল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শাহ সুহেল আহমদ, সদস্য মোহাম্মদ মুনির হোসেন, মো. মাহমুদুল হাসান, ইকবাল মোহাম্মদ জাফর, দেলোয়ার হোসাইন, সাদিক তাজিন, বাদল পাল, তাইজুল ইসলাম, এম আলী চৌধুরী, আফরোজ হোসেন লাভলু, তানভীর তালুকদার।