প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী রব-রুহুল প্যানেলের পক্ষ থেকে বিজয় উৎসব অনুষ্ঠিত হলো ২৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে। দল-মত নির্বিশেষে বিপুল প্রবাসী বাংলাদেশির সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শুভেচ্ছা জ্ঞাপন এবং দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রব-রুহুল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিমুর রহমান বোরহানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আব্দুল মান্নান, প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ ও কার্যকরী সদস্য সাদী মিন্টুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোহাম্মদ আজিজ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়াসহ নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বর্তমান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। অনুষ্ঠানে সাত শতাধিক মানুষকে সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর সোমবার উডসাইডের গুলশান টেরেসে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। গত ১৮ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে সবকটি পদে জয়লাভ করে রব-রুহুল প্যানেল।