প্রবাসী টাঈাইলবাসীর বনভোজন

ডেস্ক রিপোর্ট
  ১৫ আগস্ট ২০২৪, ১৪:৩৬

গত ১১ আগস্ট রোববার প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইন্ক এর বার্ষিক বনভোজন ইয়র্ক টাউন ব্রঙ্কসের এফডিআর এষ্টেট পার্কে অনুষ্ঠিত হয়।
বনভোজনে অংশগ্রহণকরী বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ডা. মুনিবুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সানম্যান গ্লোবালের মাসুদ রানা তপন, সোল সেন্সের এমডি চৌধুরী কুদরত ই ইলাহী, উপদেষ্টা আশেক খন্দকার শামীম ও জনাব মোঃ ফরহাদ, সাবেক সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু, সাবেক সভাপতি আব্দুল হাকিম, বর্তমান সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক শরীফ শিকদার, পিকনিক কমিটি আহবায়ক আক্তারুজ্জামান হ্যাপি, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, সাবেক সভাপতি মোজাম্মেল হক, ইউ এস কাস্টমস অফিসার দিলারা আফরোজ, উপদেষ্টা ডা: মুনতাসির বিল্লাহ,
ড: কানিজ ফাতেমা, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস, ইঞ্জিনিয়ার সৈয়দ আশরাফ, ইঞ্জিনিয়ার নুর সিদ্দীকি, আব্দুর রব, মীর মাহাবুবর রহমান, খন্দকার জাকির হোসেন বাদল, শামীম মিয়া, সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন আনোয়ার, ইনামুল হাসান, বিগহ্যামটন থেকে আগত মাসুদ রানা, ইসমাইল হোসেন, আলম হোসেন, সেলিনা শারমিন, মহিলা সম্পাদিকা আফরোজা মহসিন চিনী, সহ সম্পাদিকা সালমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, প্রবাসী টাংগাইলবাসী ইউএসএ ইন্ক এর প্রধান উপদেষ্টা, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান জরুরী কাজে ব্যস্ত থাকায় বনভোজনে যোগ দিতে না পারলেও ভিডিও কনফারেন্সে দিনব্যাপী বনভোজনে সার্বক্ষণিক তদারক করেছেন। বনভোজনের অনুষ্ঠানাদির সঞ্চালনায় ছিলেন খালিদ মিঠু ও সুলতান বোখারী। সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদিকা সংগীতশিল্পী সামিনা খন্দকার ও সংগীতশিল্পী মরিয়ম মারিয়া। বনভোজন সার্থক করায় সংশ্লিষ্ট পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সভাপতি জনাব ফরিদ খান।