ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ে নেই বাংলাদেশ। কিন্তু শুক্রবার কাতারের ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের পতাকা হাতে অংশ নিয়েছে হাজারও প্রবাসী বাংলাদেশি। বিশ্বমঞ্চে কাতারকে সমর্থন জানিয়ে পরিবার ও বন্ধুদের নিয়ে হাজির হয়েছিলেন তারা। এতে উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও।
এ সময় আনন্দে মেতে উঠেন প্রবাসী বাংলাদেশিরা। আয়োজন করেন র্যালির। বাংলাদেশ-কাতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এদিন দোহার কর্নিশে জড়ো হয়েছিলেন ফিফার পাঁচ শতাধিক বাংলাদেশি স্বেচ্ছাসেবক। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের বিভিন্ন অংশে কাজ করবেন তারা।
এদেরই একজন আব্দুল বারেক। আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপের মাঠ তৈরি থেকে শুরু করে নানা অবকাঠামো নির্মাণের সঙ্গে জড়িত বাংলাদেশিরা। এখন বিশ্বকাপের মূল আসরে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে প্রতিনিধিত্ব করবো। এটা আমাদের গর্বের বিষয়।’
রবিবার আল খোর শহরে আরবের তাঁবুর আদলে তৈরি করা আল-বাইত স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। এতে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে।