সুইডেনে স্থায়ী বসবাসের অনুমতি নেয়া অভিবাসীদের এবার অস্থায়ী বসবাসের অনুমতি দেয়ার চিন্তা করছে দেশটির সরকার। ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও আরও কঠোর হচ্ছে নিয়মনীতি। সুইডিশ সরকারের এমন ঘোষণার পরপরই দুশ্চিন্তায় দিন কাটছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।
সুইডেনে অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত ডেমোক্র্যাটের সমর্থন নিয়ে জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশঙ্কা করা হচ্ছিল। নতুন প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছিলেন অভিবাসন নীতিতে পরিবর্তন আনার। এবার সেই শঙ্কাই সত্যি হতে যাচ্ছে।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সুইডেনে স্থায়ীভাবে বসবাস করা অভিবাসীদের সাময়িক বসবাসের অনুমতি দেয়া হতে পারে বলে জানান সুইডেনের ইমিগ্রেশন বোর্ডপ্রধান। এ ছাড়া ফ্যামেলি ভিসার ক্ষেত্রেও নিময়নীতি আরও কঠোর করার কথা জানান তিনি।
এ সময় পরিবার নিয়ে সুইডেনে যেতে হলে পর্যাপ্ত আয় দেখানোর পাশাপাশি উপযুক্ত বাসস্থান নিশ্চিত করার কথাও জানানো হয়।
সুইডিশ ইমিগ্রেশন বোর্ডপ্রধানের এমন ঘোষণার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে সুইডেনে কোনো আইন বা নিয়মনীতি পরিবর্তন করার আগে পার্লামেন্ট সদস্যদের সমর্থন প্রয়োজন হয়।
জোট সরকারের দলগুলোর মধ্যে নানা ইস্যুতে মতবিরোধ থাকায় নতুন কোনো আইন পাস করা বর্তমান সরকারের পক্ষে সহজ হবে না বলেও মনে করছেন অনেকে।