ভাঙনের পথে হাঁটছে নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক। যে মুহূর্তে নিউইয়র্কে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে জোরেশোরে, সেই মুহূর্তে পাল্টা সংগঠন গড়ার ঘোষণায় সাধারণ অ্যালামনাইরা কিছুটা বিস্মিত ও বিব্রত হয়েছেন। এখানে উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর শনিবার নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দেবেন।
বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও ঢাবি অ্যালামনাই সদস্য মিনহাজ আহমেদ সাম্মু এক ইমেইল বার্তায় জানিয়েছেন, দীর্ঘ আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সম্পূর্ণ নতুন উদ্যোগ ও উদ্যমে নিউইয়র্কে আরেকটি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এই সংগঠন গণতান্ত্রিক পদ্ধতিতে সকল প্রাক্তন শিক্ষার্থীদের (ঢাবিয়ান) সদস্য হওয়ার ও সংগঠনের নেতৃত্ব প্রদানের সুযোগ উন্মুক্ত রাখবে। সকল দলীয়, আঞ্চলিক ও ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে নতুন এ সংগঠন নিউইয়র্ক ও সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন থাকা সকল প্রাক্তন ঢাবিয়ানদের সংগঠিত করে তাদের মধ্যে একতা, সৌহার্দ্য, সংযোগ, ও কল্যাণ সাধনে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকাণ্ড সংগঠিত করবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতিকল্পে কর্মসূচি নেবে।
ইমেইল বার্তায় আরো উল্লেখ করেন, এই সংগঠন নিউইয়র্ক ও সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন সকল প্রাক্তন ঢাবিয়ানদের সংগঠিত করবে, গণতান্ত্রিকভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতান্ত্রিক নিয়ম প্রতিষ্ঠা করে সবাইকে নিয়ে একটি সুসংগঠিত নীতি ও আদর্শের ভিত্তিতে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উদার ও যোগ্য নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং সম্ভাব্য স্বল্পতম সময়ে যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব পালনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
উপরোক্ত সিদ্ধান্তের আলোকে আগামী ৪ ডিসেম্বর রোববার দুপুর ১টায় জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর স্টার কাবাবে একটি সভা আহ্বান করা হয়েছে। নিউইয়র্ক ও সংলগ্ন এলাকায় বসবাসরত সকল ঢাবিয়ান যারা এই উদ্যোগের সাথে সম্পূর্ণ একমত পোষণ করেন, তাদেরকে এই উন্মুক্ত সভায় অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে।
পাল্টা সংগঠন গড়ার ঘোষণার ব্যাপারে জানতে চাইলে মিনহাজ আহমেদ সাম্মু ঠিকানাকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অগণতান্ত্রিকভাবে চলছে। যারা নেতৃত্বে আছেন তারা কাউকে সদস্য করতে চান না। কার্যকরি কমিটির গুরুত্বপূর্ণ পদে কাউকে দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছেন না। নিজেরাই দীর্ঘদিন থেকে এসব পদ আঁকড়ে রেখেছেন। এমনকী যারা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পার হননি তাদেরও সংগঠনের সদস্য করা হয়েছে। তিনি জানান, সবার সঙ্গে আলাপ করেই নতুন সংগঠন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর রোববার যে সভা আহ্বান করা হয়েছে, সেখানে আশা করছি ৭০-১০০ জনের মত ঢাবিয়ান উপস্থিত থাকবেন। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত হবে।
এদিকে পাল্টা সংগঠন গড়ার ঘোষণার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি তাজুল ইসলাম ঠিকানাকে জানান, আমরা সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করছি।
সংগঠনের বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্যি নয় দাবি করে তাজুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে এমন যে কেউ আমাদের সংগঠনের সদস্য হতে পারবেন। তিনি সকল ভেদাভেদ ভুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।