সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনকের এক সাধারণ সভা গত ২৭ নভেম্বর ব্রঙ্কসের মামুন টিউটোরিয়ালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসএম জলিল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু।
আগামী ২০২৩-২০২৫ সালের নতুন কমিটি করার লক্ষ্যে সভায় অনেকের নাম প্রস্তাব আকারে আসে। পরে সংগঠনের উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেকশন কমিটি সবকিছু পর্যালোচনা করে ঐকমত্যে পৌছে বর্তমান সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুকে সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার রুবেলেকে সাধারণ সম্পাদক এবং বর্তমান কোষাধ্যক্ষ মান্না মুনতাসিরকে পুণরায় কোষাধ্যক্ষ হিসাবে ঘোষণা করেন।
সিলেকশন কমিটিতে ছিলেন উপদেষ্টা ছদরুন নুর, তোফায়েল চৌধুরী, আব্দুস শহীদ, আপ্তাব আলী, নুরুল হোসাইন, আমিনুল হক চুন্নু এবং বর্তমান সভাপতি এসএম জলিল।
সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা ছদরুন নুর, তোফায়েল চৌধুরী, আব্দুস শহীদ, আফতাব আলী, নূর হোসাইন, মাওলানা আবুল কাশেম এহিয়া, আমিনুল হক চুন্নু, মোহাম্মদ মনির উদ্দিন, আবু সালেহ চৌধুরী, ইমতিয়াজ আহমাদ বেলাল, মান্না মুনতাসির, ফয়ছল আহমেদ, কাজিরুল ইসলাম শিপন, জিয়াউল আহমেদ জামিল, মোতাহার রুবেল, হুমায়ুন কবির সোহেল, আব্দুল আজিজ, শামীম আহমেদ, মোহাম্মদ আলী রাজা, এডভোকেট আলাউদ্দিন, জামাল আহমেদ, আবু শাকের এবং দিনারুল ইসলাম প্রমুখ।