যুক্তরাষ্ট্র সফররত শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী শরীয়তপুর সমিতি। এ উপলক্ষে ২৭ নভেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংবর্ধনার জবাবে খোকা শিকদার শরীয়তপুরবাসীর কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবার অঙ্গীকার করেন বলেন, পদ্মা সেতু হওয়ায় দক্ষিণ বাংলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়িত হয়েছে। যে সমস্ত প্রকল্পের কাজ চলছে তা প্রবাসী শরীয়তপুর সমিতির মতবিনিময় সভা সম্পূর্ণভাবে শেষ হতে আরো দুই বছর লাগবে। এর পরে রাস্তা-ঘাট, শহর, উপজেলার নানাবিধ সুবিধা ভোগ করতে পারবেন শরীয়তপুরবাসী।
প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় বিপুল প্রবাসী শরীয়তপুরবাসী উপস্থিত হন। তাদের পক্ষ থেকে খোকা শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট হাতে পেয়ে খোকা শিকদার বলেন, শরীয়তপুরবাসী আমাকে যে সম্মান দেখিয়েছে, তাতে আমি মুগ্ধ। শরীয়তপুরের কল্যাণে কাজ করার ক্ষেত্রে এটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।
পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি খোকা শিকদার বলেন, একসময় পদ্মা সেতুর কথা বললে মানুষ হাসতেন। তারা বিশ্বাস করতে চাইতেন না যে প্রমত্তা পদ্মার ওপর সেতু করা সম্ভব। সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সেতু করে দেখিয়েছেন। এখন পদ্মা সেতু স্বপ্ন নয়, সত্যি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী শরীয়তপুর সমিতির সভাপতি আবদুল মান্নান ঢালি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সদস্য সচিব জসিম উদ্দিন বাদল।
আরো বক্তব্য দেন সংগঠনের নির্বাচন কমিশনার মাহমুদুল ইসলাম সোহাগ, প্রাক্তন নির্বাচন কমিশনার নুরুল হুদা, ইউএন হেড কোয়াটারের ম্যানেজমেন্ট অফিসার মো. লোকমান হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল জাবিউল্লাহ টগর, অনুষ্ঠানের আহ্বায়ক বুলবুল মালিক (ক্যাপ্টেন), সমন্বয়কারী সৈয়দ এম জলিল, সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম, মো: নজরুল ইসলাম খান, হুমায়ুন কবির, সাইদুর রহমান রিপন, রওশন খন্দকার প্রমুখ।