নিউইয়র্ক সিটির যাতায়াতের অন্যতম যোগাযোগ মাধ্যম হল সাবওয়ে (মেট্রোরেল)। বাংলাদেশি একই পরিবারের আপন চার ভাই একইসঙ্গে এক বিভাগে সরকারি কাজ করছেন। এটি একটি বিরল ঘটনা।
এই খবর বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা জোগাচ্ছে। নিউইয়র্কের কুইন্সে বসবাসরত সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন বড়দল গ্রামের ‘আহমদ ভিলা’ পরিবারের সন্তান বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তা মরহুম হাজী মো. আব্দুল মতিনের চার সন্তান আবু সাঈদ আহমদ, সাদেক আহমদ, তারেক আহমদ, জুবায়ের আহমদ। তারা আপন চার ভাই বর্তমানে নিউইয়র্ক সিটি ট্রানজিটে কর্মরত আছেন। তারা প্রবাসে থেকেও তাদের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী পূর্বসূরীদের মতো একান্নবর্তী পরিবার নিয়ে তাদের মাকে সঙ্গে নিয়ে দুই যুগের অধিক নিউইয়র্কে বসবাস করছেন।
আপন ছোট তিন ভাইয়ের সবার বড় ভাই আবু সাইদ আহমদ। তিনি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্র ছিলেন। তিনিও সম্প্রতি ছোট তিন ভাইয়ের সাথে সাবওয়েতে চাকরির সুযোগ পেয়েছেন।
এ বিষয়ে আবু সাঈদ আহমদ জানান, সিলেটের কুলাউড়া উপজেলায় তাদের গ্রামের বাড়ি। দেশে তার বাবা মরহুম আব্দুল মতিন সিলেটের জনগণের যাতায়াতের জন্য ট্রেনের যাত্রী সেবা নিশ্চিত করতে লেখালেখি করেছেন। এমনকি যোগাযোগ মন্ত্রণালয় তথা রেলপথ বিভাগে বছরের পর বছর নানা তদবির করে রেললাইন সংস্কার, নতুন স্টেশন নির্মাণ ও যাত্রী সেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দফতরে আবেদন করেছেন। আবু সাইদ আহমদ আরও জানান, একই পরিবারের চার ভাই এক ছাতার নিচে একই সাথে এক বিভাগে সরকারি কাজ করছেন।