যুক্তরাষ্ট্র মিশিগানে গভর্নরস সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন বংশোদ্ভূত বাংলাদেশি রেবেকা ইসলাম। সম্প্রতি ডেট্রয়েটের ফক্স থিয়েটারে এই পুরস্কার প্রদান অনুষ্টিত হয়েছে। করোনার সময় উল্লেখযোগ্য সহায়তা দেওয়ার কারণে তিনি গভর্নরস সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।
গভর্নরস সার্ভিসে সেই ব্যক্তিদেরকে পুরস্কৃত করা হয় যারা কমিউনিটিতে খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও সচেতন, সামাজিক শিক্ষা সেমিনার, পরামর্শ দান, স্থানীয় ব্যবসায় সহায়তা, ভোটের অধিকারসহ নানা ধরনের সেবার মাধ্যমে নিজেদের সম্প্রদায়কে আরও শক্তিশালী করতে সাহায্য করে।
মিশিগানে গভর্নর বলেন, ‘আমরা রেবেকার জন্য গর্বিত। তাকে আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পেয়ে সম্মানিত।’
রেবেকা ইসলাম বলেন, ‘আমি যেভাবে আমার পরিবার ও আমার পরিচিতদের কষ্টে থাকতে দেখেছি ভবিষ্যতে যেন তারা কখনোই এমন কষ্টে না থাকে তার জন্য চেষ্ঠা করে যাব। দেশের সকল নাগরিককে কথা বলার অধিকার, অংশগ্রহণ করার ক্ষমতা দিতে হবে। এটাই নাগরিক অধিকার। আমি সবাইকে নিয়ে কমিউনিটিতে ভালো কাজ করে যেতে চাই।