নতুন ব্যবসায় চিত্রনায়িকা মৌ খান

ডেস্ক রিপোর্ট
  ২০ আগস্ট ২০২৫, ১৩:১৯

নায়িকা মৌ খান। চলচ্চিত্রপাড়ায় বেশ পরিচিত মুখ তিনি। অভিনয় নৈপূণ্য দিয়ে দর্শকের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন মৌ।
অভিনয়ের পাশাপাশি এই নায়িকা নিজের ব্যবসা-অফিস নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই তিনি যুক্ত হয়েছেন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে। এ প্রসঙ্গে মৌ জানান, ১৯৭০ সাল থেকে ঐতিহ্যবাহী পারফিউমস- এর সঙ্গে আমি কর্পোরেট চুক্তি সম্পাদন করেছি। মৌ বলেন, অভিনয়ের পাশাপাশি আমি করপোরেট এই কাজের সঙ্গে যুক্ত হলাম।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, আল-হারামাইন পারফিউমস্, গ্রুপ সিফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি পরিমল কুমার ধর প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।
ফেজমো লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চিত্রনায়িকা মৌ খান এবং লিগ্যাল অ্যাডভাইজার রেজা সিকদার।
মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের সিনেমাগুলো।
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ।
এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।