অগ্নিঝরা দিনের গণসংগীত নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্রকাশনা উৎসব শুক্রবার

নতুনধারা
  ২০ মার্চ ২০২২, ১৫:২৩
আপডেট  : ২১ মার্চ ২০২২, ১৩:২৩

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ পুস্তিকার হস্তলিখিত পাণ্ডুলিপিসহ পুনঃপ্রকাশ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


শুক্রবার দুপুর ২টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালারায়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালের অগ্নিঝরা দিনে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করতে ও স্বাধীনতা অর্জনের প্রারম্ভে প্রত্যন্ত এলাকায় সংগীতদলের পরিবেশিত ও বঙ্গবন্ধুর সম্মাননাপ্রাপ্ত দ্বিভাষী গীতিকবি গোপীচাঁদ সিংহের রচিত গণসংগীত নিয়ে পুস্তিকাটি প্রকাশিত হয়েছে।

পুস্তিকাটি প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গবেষক ও লেখক ড. সেলু বাসিত ও মুখ্য আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর স্বপন উপস্থিত থাকবেন।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক ড. রণজিত সিংহ, কবি ও নাট্যকার শুভাশিস সিনহা, লেখক ও গবেষক আহমদ সিরাজ ছাড়াও গণমাধ্যম ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন গোপীচাঁদ-নেম্বী মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নেম্বী দেবী ও ১৯৭১ সালে প্রকাশিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ পুস্তিকার সম্পাদক ও প্রকাশক শিক্ষাবিদ সুরেন্দ্র কুমার সিনহা।

একাত্তরের মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করতে ও স্বাধীনতা অর্জনের প্রারম্ভে প্রত্যন্ত এলাকায় সংগীতদলের পরিবেশিত ও গোপীচাঁদ সিংহের রচিত গণসংগীত নিয়ে প্রকাশিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ পুস্তিকাটি সম্পাদনা করেছেন লেখক ও গবেষক ড. সেলু বাসিত।

প্রচ্ছদ করেছেন জাহাঙ্গীর আলম, প্রকাশক আবু তাহের মিয়া, শব্দকোষ প্রকাশনী, পরিবেশনায় অবণী প্রকাশ, ঢাকা। মূল্য ১২০ টাকা।