হঠাৎ বরফ ধসে বিপর্যয়ের মুখে আলাস্কা, দুর্যোগ ঘোষণা গভর্নরের

ডেস্ক রিপোর্ট
  ১৬ আগস্ট ২০২৫, ০০:০৯

আলাস্কার জুনাউতে গ্লেশিয়ারের হ্রদের বিস্ফোরণে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আলস্কার গভর্নর মাইক ডানলেভি সোমবার স্টেইটে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করেছেন।
ডানলেভি জানান, মেন্ডেনহল হিমবাহের পাশের অববাহিকা সুইসাইড বেসিনের সঙ্গে এই বন্যা যুক্ত হবে।
সিবিএস নিউজ জানায়, এক বিবৃতিতে ডানলেভি সতর্ক করে বলেন, ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনওএস) ও ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)) হাইড্রোলজিক পর্যবেক্ষণ নিশ্চিত করেছে যে, বর্তমানে সুইসাইড বেসিনে জমে থাকা পানির পরিমাণ অতীতের বন্যার ঘটনাগুলোর সময় পর্যবেক্ষণ করা স্তরে পৌঁছেছে বা ছাড়িয়ে গেছে।
মেন্ডেনহল নদী এবং মেন্ডেনহল উপত্যকার আশেপাশের এলাকাগুলোতেও বন্যার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন গভর্নর।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জুনাউ অফিস জানিয়েছে,বেসিন (হ্রদ) এখন পূর্ণ এবং পানি উপচে পড়ছে। সোমবার রাত ১০টার হিসেব অনুযায়ী, পানির প্রধান প্রবাহ এখনো শুরু হয়নি, তবে এই সপ্তাহের যেকোনো সময় তা শুরু হতে পারে।
জুনাউ শহর, জুনাউ ডিস্ট্রিক্ট (বরো) এবং দুইটি স্থানীয় আদিবাসী গোষ্ঠী আগে থেকেই নিজেদের এলাকায় দুর্যোগ ঘোষণা করে স্টেইটের কাছে সাহায্য চাওয়ার পর দুর্যোগকালীন অবস্থার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান গভর্নর।
এক বছর আগে একটি গ্লেসিয়ার লেক ফেটে বন্যা (জিএলওএফ) হওয়ায় বহু বাড়ি, সরকারি অবকাঠামো ও সেবা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়।এর ফলে স্টেইট ও ফেডারেল পর্যায়ে দুর্যোগকালীন অবস্থার ঘোষণা দেওয়া হয়।