উত্তর কোরিয়া ও মিয়ানমারে অস্ত্র বিক্রির প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৬


ওয়াশিংটন বৃহস্পতিবার ঘোষণা করেছে, উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অর্থায়নে সহায়তা এবং মিয়ানমারের সামরিক জান্তার কাছে অস্ত্র বিক্রির ব্যবস্থা করার অভিযোগে পাঁচ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানায়, এ পদক্ষেপে উত্তর কোরিয়ার নিষিদ্ধ সংস্থা কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং করপোরেশন এবং গোয়েন্দা সংস্থা রিকনাইস্যান্স জেনারেল ব্যুরো–এর বিদেশি প্রতিনিধিদের পাশাপাশি মিয়ানমারের কোম্পানি রয়্যাল শুং লেই–কে নিশানা করা হয়েছে। 
কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, তারা উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে চীনে বৈঠকের আয়োজন করে বোমা গাইডেন্স কিট, পর্যবেক্ষণ যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহে সহায়তা করেছে।
মার্কিন ট্রেজারির সন্ত্রাসবিরোধী ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, ‌‘উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য সরাসরি হুমকি। ট্রেজারি এমন আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করতে থাকবে, যা এসব কর্মসূচিকে টিকিয়ে রাখে।’
নিষেধাজ্ঞার আওতায় রয়্যাল শুং লেই–এর শীর্ষ কর্মকর্তারা ও এক কর্মীও আনা হয়েছে।
উল্লেখ্য, কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং করপোরেশন উত্তর কোরিয়ার প্রধান অস্ত্র রপ্তানিকারক এবং আরজিবি দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা। উভয়কেই এর আগে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র আলাদাভাবে নিষিদ্ধ করেছে। 
মার্কিন ট্রেজারি জানায়, এ ধরনের সংস্থার প্রতিনিধিরা প্রায়ই ফ্রন্ট কোম্পানি ও বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করে বৈদেশিক মুদ্রা আয় গোপন করে তা পিয়ংইয়ংয়ে পাঠিয়ে দেয়।