ক্যালিফোর্নিয়ার একটি গয়নার দোকানে হঠাৎ প্রবেশ করে এক মিলিয়ন তথা ১০ লাখ ডলার সমমূল্যের অলংকার নিয়ে গেছে মুখোশধারী ডাকাতরা।
ডাকাতির সে দৃশ্য ধরা পড়েছে দোকানটির ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভিতে।
এনডিটিভি জানায়, ২৫ জনের ডাকাতদলের সবার ছিল কালো মুখোশ। তারা মুহূর্তের মধ্যেই দোকানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
পরে এক মিলিয়ন ডলার মূল্যের গয়না ছিনিয়ে পালিয়ে যায় বিশাল এ বাহিনী।
এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, গত সোমবার শহরের সান র্যামন এলাকায় হলার জুয়েলার্সে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতের দলটি হাতুড়ি, বন্দুক ও ব্যাগ নিয়ে আচমকা দোকানে প্রবেশ করে। এরপর পিস্তলের মুখে জব্দ করে নিমিষেই ভেঙে ফেলে কাঁচের শোকেস। একে একে ব্যাগে ভরে নেয় সমস্ত গয়না।
পরে দোকানের ভেতর থেকে গুলি করে বাইরে বেরিয়ে আসে তারা।
সান র্যামন পুলিশের কর্মকর্তা মাইক পিস্টেলো জানান, ডাকাতের দলটি ছয়টি গাড়ি নিয়ে দোকানের সামনে পৌঁছায়। এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
ডাকাতির পর শনিবার দোকানটি ফের চালু করা হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি প্রকাশ করেছে হলার জুয়েলার্স কর্তৃপক্ষ।