বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যামেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তাদের আগামী সপ্তাহে ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে আসতে বলেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ।
পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অ্যামেরিকার সামরিক নেতৃত্বকে এক স্থানে বৈঠকে জড়ো করার ঘটনা বিরল।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বল্প সময়ের নোটিশে হেগসেথ কেন জেনারেল ও অ্যাডমিরালদের এক জায়গায় বৈঠকে ডেকেছেন, তা পরিষ্কার নয়।
দুজন কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানান, হেগসেথের আদেশ সামরিক কর্মকর্তাদের মদ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।
অ্যামেরিকার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের কেউ কেউ হাজারো সেনার নেতৃত্ব দেন। তাদের প্রত্যেকের কয়েক সপ্তাহের বিস্তারিত সূচি থাকে। ডিফেন্স সেক্রেটারির আদেশে সেগুলো উলট-পালট হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লোকজন তাদের পরিকল্পনা বদল করতে তড়িঘড়ি করছেন এবং দেখছেন তারা বৈঠকে যোগ দিতে পারেন কি না।
বৈঠকে কতসংখ্যক কর্মকর্তা যোগ দেবেন, তা স্পষ্ট নয়, তবে একই সময়ে এক কক্ষে এত বেশি শীর্ষ সামরিক কর্মকর্তাদের জড়ো হওয়া বিরল।
এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, আগামী সপ্তাহের শুরুতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন সেক্রেটারি অব ওয়ার (ডিফেন্স সেক্রেটারি)।
বৈঠকে কতসংখ্যক কর্মকর্তা আসবেন, এ বৈঠকের উদ্দেশ্য কী কিংবা এমন তড়িঘড়ি করে হেগসেথ কেন বৈঠক ডাকলেন, সে বিষয়ে করা প্রশ্নের উত্তর দেয়নি পারনেলের অফিস।
তথ্যসূত্র :টিবিএন২৪