ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের কর্মকর্তাদের ভীতসন্ত্রস্ত করতে টেক্সাসের ডালাসে সংস্থাটির ফিল্ড অফিসে বন্দুক হামলা চালানো হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা জানান, আইসের অফিসে হামলাকারী স্নাইপার কিছু নোট রেখে যান। সেগুলেতে লেখা ছিল, তিনি একাই এ হামলা চালিয়েছেন। তার উদ্দেশ্য ছিল আইস এজেন্টদের হত্যা ও ভীতসন্ত্রস্ত করা।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলাকারী আইসের এজেন্টদের কাজকে ‘মানব পাচার’ মনে করতেন বলেও জানান কর্মকর্তারা।
নর্দার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের অ্যাটর্নি ন্যান্সি ল্যারসন জানান, বুধবারের রক্তপাতের ঘটনায় আইসের হেফাজতে থাকা এক ব্যক্তি নিহত ও অন্য দুই বন্দি গুরুতর আহত হলেও বন্দুকধারীর লেখাগুলোতে একটি বিষয় স্পষ্ট। সেটি হলো তিনি বন্দিদের হত্যা কিংবা তাদের ক্ষতি করতে চাননি।
বন্দুক হামলায় আইসের কোনো কর্মী আহত হননি।
কর্মকর্তারা জানান, হামলাকারী নিকটবর্তী একটি ভবনের ছাদ থেকে বোল্ট অ্যাকশন রাইফেল দিয়ে আইসের ভবন ও ড্রাইভওয়েতে হামলা চালান। নিজের চালানো গুলিতে তিনি প্রাণ হারান।
কর্তৃপক্ষ জানায়, হামলায় ব্যবহৃত অস্ত্রটি আগস্টে বৈধভাবে কেনা।
বন্দুক হামলাকারীকে বুধবার ২৯ বছর বয়সী জশুয়া জন হিসেবে শনাক্ত করা হয়, যিনি ডালাস এলাকার বাসিন্দা।
একটি কমিউনিটি কলেজে পড়তেন জন, যিনি কাজ করতেন সোলার প্যানেল প্রতিস্থাপনকারী হিসেবে।
অ্যাটর্নি ল্যারসন জানান, মই দিয়ে নিজের ছাদে ওঠেন হামলাকারী। মইটি তিনি ঘটনাস্থলে আনেন গাড়িতে করে।
টেক্সাসের ফেয়ারভিউর বাড়িতে তল্লাশি চালিয়ে বন্দুক হামলাকারীর লেখাগুলো উদ্ধার করা হয়।
তথ্যসূত্র :টিবিএন২৪