ফৌজদারি অভিযোগে অভিযুক্ত এফবিআইয়ের সাবেক পরিচালক কোমি

ডেস্ক রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৫

ভুয়া বিবৃতি ও বাধাদানের ফৌজদারি অভিযোগে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে অভিযুক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট।
ডনাল্ড ট্রাম্পকে নিয়ে তদন্তকারী কিংবা সমালোচনাকারীদের বিরুদ্ধে প্রেসিডেন্টের প্রতিশোধস্পৃহার মাত্রা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
রয়টার্স জানায়, দোষী সাব্যস্ত হলে কোমির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
প্রথমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। এর পর থেকে নিয়মিত বিরতিতে কোমির এফবিআইয়ের তদন্ত সামলানো নিয়ে সমালোচনা করে আসছেন ট্রাম্প।
কোমির অধীনে এফবিআইয়ের তদন্তে রুশদের সঙ্গে ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি প্রচার দলের যোগাযোগের বিস্তারিত উঠে এসেছিল।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর তার অধীন জাস্টিস ডিপার্টমেন্ট সিনেট জুডিশিয়ারি কমিটির সামনে কোমির ২০২০ সালের সাক্ষ্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। সেই সাক্ষ্যে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচার দলের যোগাযোগ নিয়ে রিপাবলিকানদের সমালোচনার বিষয়টি সামনে এনেছিলেন কোমি। একই সঙ্গে সংবাদমাধ্যমের কাছে সংবেদনশীল তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি।
কোমি ২০১৩ থেকে ২০১৭ সাল নাগাদ এফবিআইয়ের পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে মামলা আলোচিত একজন সমালোচকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আইনশৃঙ্খলা প্রয়োগ ক্ষমতা ব্যবহারের সবচেয়ে স্পষ্ট উদাহরণ।
এর আগে ২০২৪ সালে নির্বাচনি প্রচারের সময় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রতি দিয়েছিলেন রিপাবলিকান পার্টির তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী।

তথ্যসূত্র :টিবিএন২৪