নিউ ইয়র্কের বিক্ষোভে আসা একটি অলাভজনক সংস্থায় কাজ করা ২৭ বছর বয়সী সালমা আলম বলেন, ‘আমরা অ্যামেরিকাজুড়ে মিলিয়ন মিলিয়ন না হলেও লাখো মানুষের প্রতিনিধিত্ব করছি, যারা এ গণহত্যা, জাতিগত নিধনের—যা আমরা দেখছি গাজায়—বিরুদ্ধে দাঁড়িয়েছে।’
ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের কাছে যানবাহন আটকে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি সরকার গত কয়েক বছরের মধ্যে তাদের সবচেয়ে কট্টর অবস্থানের ঘোষণা দিয়েছে। নেতানিয়াহু সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনিদের কোনো রাষ্ট্র হতে দেওয়া হবে না।
এর আগে থেকে ইসরায়েলে গাজার নিয়ন্ত্রক দল হামাসের হামলার—যার ফলে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন—জবাবে উপত্যকায় গণহত্যা বয়ে আনা যুদ্ধ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সরকার।
এ যুদ্ধে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ উপত্যকাটি।
এমন বাস্তবতায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে শুক্রবার বক্তব্য দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে অবস্থান করছেন বলে জানিয়েছে রয়টার্স।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এর মাত্র এক দিন আগে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হন।
নিউ ইয়র্কের বিক্ষোভে আসা একটি অলাভজনক সংস্থায় কাজ করা ২৭ বছর বয়সী সালমা আলম বলেন, ‘আমরা অ্যামেরিকাজুড়ে মিলিয়ন মিলিয়ন না হলেও লাখো মানুষের প্রতিনিধিত্ব করছি, যারা এ গণহত্যা, জাতিগত নিধনের—যা আমরা দেখছি গাজায়—বিরুদ্ধে দাঁড়িয়েছে।’
তার ভাষ্য, জাতিসংঘে নেতানিয়াহুকে ভাষণ দেওয়ার অনুমোদনের বিষয়টি প্রত্যাখ্যান করছেন তারা। তারা গাজায় যুদ্ধবিরতি দেখতে চান।
বিক্ষেভাকারীদের আরেকজন ৬৮ বছর বয়সী শিল্পী এলিসে টাক বলেন, ‘এটি গণহত্যা। যুদ্ধাপরাধীদের একজন (নেতানিয়াহু) এখানে এসেছে। এটি লজ্জার।’
তথ্যসূত্র :টিবিএন২৪