
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে পেন স্টেশন থেকে কম্বলে মোড়ানো নবজাতককে উদ্ধারের ৩ দিন পর ওই শিশুর মাকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, অভিযুক্ত মায়ের নাম আসা দিয়াওয়ারা (৩০) যাকে বুধবার রাত ৩টার দিকে কুইন্সের জ্যামাইকা থেকে আটক করা হয়।
দিয়াওয়ারার বিরুদ্ধে শিশু পরিত্যাগ ও শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে বুধবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, সোমবার সকালে নাম প্রকাশ না করা এক সূত্রের কাছে খবর পেয়ে ডব্লিউ. থার্টিফোর্থ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ে অবস্থিত স্টেশনে যায় পুলিশ। স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে যেতে ব্যবহৃত সিঁড়ির নিচে এক নবজাতককে খুঁজে পায় তারা। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শিশুটিকে কে স্টেশনে ফেলে রেখে গেছে তা জানতে তদন্ত শুরু করেন কর্মকর্তারা।
পুলিশ জানায়, সিসিটিভির এক ফুটেজে দিয়াওয়ারাকে পেন স্টেশনের বাইরে শনাক্ত করে তদন্ত কর্মকর্তারা। অপর একটি ভিডিওতে গাড়িতে করে তাকে কুইন্সের জ্যামাইকার উদ্দেশে রওনা হতে দেখা যায়। প্রযুক্তির সাহায্যে শিশুটির মায়ের যাত্রাপথ অনুসরণ করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তদন্ত কর্মকর্তাদের কাছে দিয়াওয়ারা নিজ শিশুকে স্টেশনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেন।
অবাঞ্ছিত শিশুদের নিরাপত্তায় কাজ করা নিউ ইয়র্ক সেফ হেভেন ল অভিভাবকদের বৈধভাবে ৩০ দিনের কম বয়সী নবজাতককে পরিত্যাগের অনুমতি প্রদান করে। সেক্ষেত্রে শিশুকে হাসপাতাল, স্থানীয় থানা কিংবা ফায়ার স্টেশনে দায়িত্বশীল কারো কাছে রেখে যেতে হবে।
তবে যে কোনো স্থানে গোপনে নবজাতক ফেলে রেখে যাওয়া অপরাধ হিসেবে বিবেচ্য।