২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৭৯টি ইলেকটোরাল ভোট, আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। আর এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
তাই পুরো যুক্তরাষ্ট্রজুড়ে উৎসব করছেন ট্রাম্প সমর্থকরা। এমন দিনে বসে থাকতে পারেননি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। নিউইয়র্কে নিজেদের পছন্দের জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা। পছন্দের জায়গায় ঘুরে বেড়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শিশির।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সাকিবপত্নী। সেখানে দেখা যায় নিউইয়র্কের ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন দুজনে। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘নিউইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়।’
এর আগে মার্কিন নির্বাচনে ভোট দেন শিশির। নিজের ফেসবুক স্টোরিতে আরেকটি ছবি পোস্ট করেছিলেন শিশির। হাতে সাঁটানো স্টিকারে লেখা, 'আমি ভোট দিয়েছি'। বুঝাই যাচ্ছে, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। অবশ্য কমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প কাকে ভোট দিয়েছেন সেটি জানাননি।