বাংলাদেশ সেমিট্রি অ্যান্ড ফিউনারেল হোম থেকে ৭০০ কবরের জন্য জায়গা কিনেছে নিউইয়র্ক সিটির কুইন্সের হলিস মুসলিম সেন্টার ও মসজিদ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে নোয়াখালী ভবনে এ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর হয়।
পরে বাংলাদেশ সেমিট্রি প্রকল্পের সদস্যসচিব জাহিদ মিন্টু মসজিদ কমিটির সভাপতি তফাজ্জল হোসেনের হাতে প্রয়োজনীয় কাগজপত্র ও মানি রসিদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি নাজমুল হাসান মানিক, সহসভাপতি তাজু মিয়া, নবনির্বাচিত কমিটির নেতারা, হলিস মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রিন্স খান ও সদস্য মোস্তাফিজুর রহমান।
হলিস মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তারা ৭০০ কবরের জায়গা কিনেছেন। ধীরে ধীরে এক হাজার কবর কেনার পরিকল্পনা রয়েছে। মসজিদের মুসুল্লিরা ছাড়াও যে কেউ চাইলে তাঁদের কাছ থেকে কবরের জায়গা নিতে পারবেন।
নিউইয়র্ক স্টেটের অরেঞ্জ কাউন্টির মিডল টাউন এলাকায় ১২৬ একর জমির ওপর বাংলাদেশ সেমিট্রি অ্যান্ড ফিউনারেল হোম প্রকল্প বাস্তবায়ন করছে দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক। গত ৩১ জুলাই থেকে সেখানে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে।