যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট
  ০৪ অক্টোবর ২০২৫, ১৩:০১

আমেরিকা থেকে নিবন্ধিত ভোটারদের কাছে মেইলের মাধ্যমে ব্যালট ও প্রার্থী তালিকা পাঠাবে নির্বাচন কমিশন।
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকরা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারছেন।
বিষয়টি নিশ্চিত করতে শুক্রবার থেকেই নিউ ইয়র্ক কনসাল জেনারেল অফিসে শুরু হয়েছে জাতীয়পরিচয় পত্র-এনআইডি নিবন্ধন কার্যক্রম।
আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, যাদের আগে এনআইডি আছে, কিংবা যারা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে এনআইডি নিবন্ধনের কাজ শেষ করবেন, তারাই আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জাতীয় নির্বাচনে ভোট দিতে পারতেন না অ্যামেরিকায় বাস করা প্রায় দেড় মিলিয়ন প্রবাসী।
দীর্ঘদিনের দাবিটি পূরণে বর্তমান সরকার তৎপর হলেও ছিল নানা অনিশ্চয়তা, তবে সেটি কেটে গেছে শুক্রবার।
নিউ ইয়র্ক কনসাল জেনারেল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
দুজন বাংলাদেশি অ্যামেরিকান নাগরিকের ছবি তুলে এ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে জানানো হয়, কনসাল জেনারেল অফিসের ওয়েবসাইট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করার পর জন্মনিবন্ধন অথবা পাসপোর্ট ব্যবহার করে নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে এনআইডির জন্য আবেদন করতে পারবেন যেকোনো বাংলাদেশি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, যাদের এনআইডি আছে অথবা যারা নতুন করে চলতি মাসের মধ্যে এনআইডি নিবন্ধন করবেন, পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের অ্যাপ ব্যবহার করে ২০২৬ সালের নির্বাচনের জন্য তারা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
আমেরিকায় বাংলাদেশের চারটি মিশনে সশরীরে গিয়ে এনআইডি নিবন্ধনের সুযোগ রয়েছে, তবে ভবিষ্যতে বাংলাদেশের পাসপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করা গেলে সশরীরে না এসেও এনআইডি করার সুযোগ পাওয়া যাবে।
ভোটের প্রক্রিয়া
অ্যামেরিকা থেকে নিবন্ধিত ভোটারদের কাছে মেইলের মাধ্যমে ব্যালট ও প্রার্থী তালিকা পাঠাবে নির্বাচন কমিশন। ফিরতি মেইলে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জাতীয় নির্বাচনের নির্ধারিত দিনের আগেই এ ভোট দিতে হবে।
প্রবাসীদের প্রতিটি ভোটের পেছনে বাংলাদেশ সরকারের গড়ে খরচ হবে ৭০০ টাকা। তাই ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠনে অংশ নিয়ে এ ভোট কার্যক্রমে সহায়তা করতে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানায় নির্বাচন কমিশন।া
শন।