ব্রিটিশ রাজা কর্তৃক কিং এওয়ার্ডে ভূষিত অগ্রনী

মিডল্যান্ডে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ উদযাপন

ডেস্ক রিপোর্ট
  ০৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৯

ওয়েস্ট মিডল্যান্ডসে অবস্থানরত সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্রনী আর্ট এন্ড কালচারাল সোসাইটি সম্প্রতি ব্রিটিশ রাজা কর্তৃক কিং এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য লর্ড লেফটেন্যান্ট ডেরিক এন্ডারসন, সিবিই, এক চিঠির মাধ্যমে সংগঠনের চেয়ারপার্সন মোঃ শেবুল চৌধূরীকে জানান।
উক্ত মনোনয়ন উপলক্ষে সম্প্রতি বার্মিংহামের একটি স্থানীয় রেস্টুরেন্টে অগ্রনী পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সাংবাদিক ও কলামিস্ট শেবুল চৌধূরী, আর সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল রাশিয়া খাতুন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী যুবরাজ, গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান, বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান চৌধূরী এমবিই, বাংলা কাগজের চেয়ারম্যান অধ্যাপক আজাদ আবুল কালাম, কমিউনিটি এক্টিভিস্ট অধ্যাপক শাকিরুর রহমান চৌধূরী শাহিন, প্রবীণ কমিউনিটি নেতা ড. আব্দুল খালিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মা. আ. কাদির, বিঅনটিভিইউকে'র সিইও আব্দুল এম চৌধূরী, কবি ও গবেষক ড. সৈয়দ মাছুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ রব্বানী, এটিএন বাংলার বার্মিংহাম প্রতিনিধি ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম এবং লিটলম্যাগ স্বচিন্তার সহকারী সম্পাদক ও উপস্থাপক নোমান আল মনসুর।
বক্তারা অগ্রণীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এই গৌরবময় অর্জন মিডল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সংবাদ সম্মেলন কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং শেষে মধ্যাহ্ন ভোজ, ফটোসেশন ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। বাংলাদেশি কমিউনিটি এবং মিডল্যান্ডের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।