জ্যাকসন হাইটস্থ সানম্যান এক্সপ্রেসের হেড অফিস পরিদর্শন করলেন অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোঃ মোরশেদুল কবির । ২৪ মে শুক্রবার তার পরিদর্শনের সময় সেখানে সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন, সিএফও আমিনুল ইসলাম,ম্যানেজার তানজিলা রহমান তন্বী, সানম্যান এক্সপ্রেসের রেমিট্যান্স পার্টনার এ্যাংকর ট্রাভেলস ও মানিট্রান্সফারের প্রেসিডেন্ট এএসএম মাইনুদ্দিন পিন্টু, পনস ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু সাইয়িদ চৌধুরী, ও মর্টগেজ অফিসার সান্তুনু বরুয়া হিমু উপস্থিত ছিলেন। অগ্রনী ব্যাংকের প্রধান কিভাবে প্রবাসীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া যায় সে বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন। আলোচনায় প্রবাসী ভাই-বোনদের কষ্টার্জিত অর্থ বৈধ উপায়ে, সহজ ও নিরাপদে দ্রæততম সময়ে দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ন মত বিনিময় হয়েছে। বক্তারা বলেন, সানম্যান এক্সপ্রেস দিচ্ছে সর্বোচ্চ রেট, সর্বনিম্ন ফি ও দ্রæত সময়ে বৈধ পথে টাকা দেশে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ নিশ্চয়তা ।