নাসা স্পেস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ' টিম ডায়মন্ডস' কে অভিবাদন

ডেস্ক রিপোর্ট
  ০৬ জুন ২০২৪, ১৮:০৯

যুক্তরাষ্ট্র সফররত নাসা স্পেস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ' টিম ডায়মন্ডস' কে অভিবাদন জানিয়েছেন নিউজার্সি থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান শিফা উদ্দিন। প্রথম আলো উত্তর আমেরিকার ব্যবস্থাপনায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশের সম্ভাবনাময় তারুণ্য এখন বিশ্ব জয় করছে। বিশেষ করে নারী সদস্যদের অগ্রযাত্রা শুধু অনুপ্রেরণার নয়, আমাদের এগিয়ে যাওয়া গর্বের তিলক। এসব অগ্রযাত্রাকে বেগবান করতে আমরা যে যেখানে আছি সেখান থেকেই সমর্থন ও সহযোগিতা করে এগিয়ে যেতে হবে।
৩ জুন সোমবার নিউইয়র্কের নবান্ন পার্টি হলে আয়োজিত এ সংক্ষিপ্ত অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, নির্বাহী সম্পাদক মনজুরুল হক এবং জন সংগঠক আনিসুল কবির জাসির। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ সালের বিজয়ী দলের দলনেতা তিষা খন্দকার তাঁর বক্তৃতায় বলেছেন, দেশের বাইরে বাংলাদেশি জনসমাজের এমন আগ্রহ এবং ভালোবাসা তাদের উদ্দীপ্ত করেছে। তিনি নাসার এ কর্মসূচির বিভিন্ন বিষয় সংক্ষেপে ব্যাখ্যা করেন।
যুক্তরাষ্ট্রে দলটির সফর ও কর্মতৎপরতার সমন্বয় করছেন মোহাম্মদ মাহদীউজ্জামান অপু।  নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২-এ বাংলাদেশের ‘টিম ডায়মন্ডস’ চ্যাম্পিয়ন হয়েছিল। চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ওয়াশিংটন ডিসির পথে তারা নিউইয়র্কে অবস্থান করছিলেন। ৪২০টি দলের মধ্যে গ্লোবাল ফাইনালিস্টে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের এ দলটি। টিম ডায়মন্ডস দলের দলনেতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিষা খন্দকার। অন্য সদস্যরা হলেন- একই বিশ্ববিদ্যালয়ের মুনিম আহমেদ (ইউএক্স নকশাকার), ইনজামামুল হক সনেট (সিস্টেম আর্কিটেক্ট), আবু নিয়াজ (ডেভেলপার) এবং গবেষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জারিন চৌধুরী।
 নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২ এ বিশ্বের ১৬২টি দেশ থেকে দুই হাজার ৮১৪টি দল অংশগ্রহণ করেছিল। সব যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার জন্যে সে বছর গ্লোবাল নমিনেশন পেয়েছিল বিশ্বের ৪২০টি দল। আন্তর্জাতিকভাবে সব বিচার প্রক্রিয়া শেষে মাত্র ৩৫টি দল ‘গ্লোবাল ফাইনালিস্ট’ তালিকায় জায়গা করে নেয়। ৩৫টি দলের এ তালিকায় একমাত্র বাংলাদেশি দল হিসেবে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২-এর গ্লোবাল ফাইনালিস্টে জায়গা করে নেয় বাংলাদেশের ‘টিম ডায়মন্ডস’। সবাইকে হারিয়ে বাংলাদেশের ‘টিম ডায়মন্ড’ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২ এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল।