নিউইয়র্কে জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেস সম্প্রতি ‘হ্যাপি ঈদ ক্যাম্পেইন’ নামে গ্রাহকদের জন্য এক বিশেষ অফার ঘোষণা করেছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গ্রাহকদের সৌজন্যে দেয়া এই অফারে থাকছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। সানম্যান গ্লোবাল এ·প্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন এই অফারের বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেন, সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানিট্রান্সফার-এর যে কোন ব্রা ঞ্চ অথবা এজেন্ট লোকেশনে পত্রিকার কুপন জমা দিলেই ১ হাজার ডলারের উপর ব্যাংক ডিপোজিট, ক্যাশ পিকআপ অথবা মোবাইল ওয়ালেটে (বিকাশ, নগদ) টাকা পাঠালেই গ্রাহকরা পাবেন নিশ্চিত ৫ ডলার ছাড়! ১ থেকে ১২ জুনের ভিতর টাকা র্পের ণকারী ও অনলাইনে ১ হাজার ডলারের উপরে ট্রনজেকশন সম্পন্নকারীদের সকলের মধ্যে লাকি ড্র’এ সৌভাগ্যবান গ্রাহকরা পাবেন সোনার নেকলেস, আইফোন, আইপ্যাড, লেপটপ, গিফ্ট কার্ডসহ আকর্ষণী সব পুরস্কার।
উল্লেখ্য, সানম্যান এক্সপ্রেস বর্তমানে ১ ডলার সমান ১২১ (প্রণোদাসহ) গ্রাহকদেরকে দিচ্ছে।