যুক্তরাষ্ট্রে বিভিন্ন টুর্ণামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে জ্যাকসন হাইটস কিংস ইলেভেন ক্রিকেট ক্লাব

ডেস্ক রিপোর্ট
  ০৮ জুন ২০২৪, ১৩:৪০

জ্যাকসন হাইটস কিংস ইলেভেন ক্রিকেট ক্লাব যুক্তরাষ্ট্রের মাটিতে বিভিন্ন টুর্ণামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ইতিমধ্যে ক্লাবটি তাদের দল গঠন করেছে। ৫ জুন বুধবার রাত আটটার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ক্লাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় জানানো হয়, জ্যাকসন হাইটস কিংস ইলেভেন ক্রিকেট ক্লাব ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবের খেলোয়াড়েরা সবাই প্রবাসী বাংলাদেশি। এই ক্লাবের হয়ে খেলতে সম্প্রতি দুইজন বাংলাদেশ থেকে আমেরিকা গিয়েছেন। সংবাদ সম্মেলনে ক্লাবের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি খেলোয়াড়দের জন্য দোয়া ও সমর্থন কামনা করা হয়। খেলোয়াড় তালিকা রশিদ নেয়াজী (অধিনায়ক), আসিফ ফয়সাল (সহ-অধিনায়ক), হাফিজ মুনম, মো. কবির, জে. এ সনেট, শাহরিয়ার ইমন, মো. সরফরাজ, মশিউর রহমান, আফতাবুজ্জামান শিমুল, শিমুল পাল, আলী ইমরান, ইমন উদ্দিন, মো. আলামীন হোসাইন, মুকতাল আলী, রেফাতুল রাসেল, আলাউদ্দীন রিমু, মো. জিদান তৌহিদ, মো. জিহান তৌহিদ, রেজাউল রাজেল, সিফাত ইসলাম, মো. তারেক ভূঁইয়া ও হুমায়ুন কবির। টিম ম্যানেজমেন্ট: প্রেসিডেন্ট রশিদ মিয়াজী, ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন আহমেদ, টিম ডাইরেক্টর আফতাবুজ্জামান শিমুল, ম্যানাজার আসিফুল হক, ম্যানেজার আলাউদ্দিন রিমু ও নির্বাচক সবুজ ইসলাম।