রাজনীতিবিদ গিয়াস আহমেদের সঙ্গে নিউইয়র্কের গভর্নরের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট
  ২৪ জুন ২০২৪, ১৩:৩৭

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সাথে মতবিনিময় করেছেন মূলধারার রাজনীতিবিদ ও বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ ছাড়াও এসময় গভর্নর নিউইয়র্কের শিল্পপতি ও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথেও সাক্ষাৎ করেছেন। সেখানে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে একমাত্র তিনিই উপস্থিত ছিলেন।  ১৯ জুন সন্ধ্যায় ম্যানহাটনের সিভিক সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, এর আগে গভর্নর ক্যাথি হোকুল হোম কেয়ারের সিডি প্যাপ এফ আই বন্ধের উদ্যোগ নিয়েছেন। সকল এফ আই অর্থাৎ সিডি প্যাপ বন্ধ করে মাত্র একটি পছন্দনীয় অরগানাইজেশনকে হোম কেয়ার লাইসেন্স দেয়ার উদ্যোগ বন্ধ করার জন্য গিয়াস আহমেদ গভর্নরকে অনুরোধ করেন।
গিয়াস আহমেদ গভর্নরকে বলেন, আপনার বর্তমান উদ্যোগের ফলে ৬০০ এর মত হোম কেয়ার সিডি প্যাপ বন্ধ হয়ে যাবে। প্রচুর লোক বেকার হবে। এসময় নিউইয়র্কের গভর্নর তার কথা গুরুত্ব সহকারে আমলে নেন এবং পরবর্তী সময়ে গিয়াস আহমেদকে তার অফিসে বিস্তারিত আলোচনা করবার জন্য আমন্ত্রন জানান।