নিউইয়র্কে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড ৩০ জুন

ডেস্ক রিপোর্ট
  ২৭ জুন ২০২৪, ১২:৪৫

৩০ জুন রোববার  নিউইয়র্কের আমাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এবং যুব প্রজন্মের হার্টথ্রব তাহসান খান উপস্থিত থাকছেন।
আয়জক সংস্থা শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম জানিয়েছেন প্রতিবছরের মতো এবারেও জমজমাট আয়োজনে ঢালিউড এওয়ার্ডের অনুষ্ঠান হবে। ২৪ জুন সোমবার এক সাংবাদিক সম্মেলনে আলমগীর  আলম খান আরও জানান, এবারের আসরে প্রতিবারের মত চমক থাকবে।এ চমক দেখার জন্য অনুষ্ঠান পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে এবার টাইটেল স্পনসর হিসাবে থাকছেন প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী এবং সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ। গোল্ডেন এজ হোমকেয়ারের স্বত্বাধিকারি শাহনেওয়াজ সাংবাদিক সম্মেলনে ঢালিউড অনুষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলন শেষে সবাইকে আয়োজকদের পক্ষ থেকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।