কঞ্জুস নাটকের মুগ্ধতায় মেট্রো ওয়াশিংটনবাসী

ডেস্ক রিপোর্ট
  ১০ জুলাই ২০২৪, ১৩:২২


ফরাসি নাট্যকার মলিয়েরের-এর বিখ্যাত কমেডি 'দি মাইজার' অবলম্বনে কঞ্জুস নাটকটি মঞ্চায়ন করেছে নিউজ বাংলা নাট্যদল। ভার্জিনিয়ার ফলস চার্চস্থ জেমস লী কমিউনিটি থিয়েটারে অনুষ্ঠিত এই নাটকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।   নাটকটি নির্দেশনা দিয়েছেন   মিজানুর রহমান খান এবং সফি দেলোয়ার কাজল।  
গত ৬ই জুলাই হলভর্তি দর্শকের মুহুমুহু করতালি বলে দিয়েছিলো নাটকের সফলতার কথা। 
নিউজ-বাংলার পরিচালক নাহিদ পারভীনের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নিউজ বাংলার পরিচালক নাইম রহমান। অনুষ্ঠানের শুরুতে ছিল সৃষ্টি নৃত্যাংগনের পরিবেশনা 'নৃত্যের বিবর্তনের ধারা' নিয়ে গুচ্ছ নৃত্য। সৃষ্টি নৃত্যাঙ্গনের পরিচালিকা, কোরিগ্রাফার, নৃত্যশিল্পী  রোজমেরী মিতু রিবেরু'র পরিকল্পনা,কোরিওগ্রাফী এবং পরিচালনায় অসাধারণ নৃত্য পরিবেশন করেন সৃষ্টি নৃত্যাঙ্গনের শিল্পীগণ। এই সময় নৃত্যশিল্পী, নৃত্যগুরু লায়লা হাসানকে উৎফুল্লচিত্তে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। 
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে  নিউজ-বাংলা ইঙ্ক এর পরিচালনা পর্ষদ এবং নিউজ পোর্টাল-নিউজ-বাংলা ডট কমের সম্পাদক পর্ষদকে পরিচয় করিয়ে দেন নিউজ-বাংলা ইঙ্কের সাধারন সম্পাদক এন্থনী পিউস গমেজ এবং নিউজ-বাংলা ডট কমের সম্পাদক সফি দেলোয়ার কাজল। 
এ সময় নৃত্য শিল্পী এবং কোরিওগ্রাফার রোজমেরী মিতু রিবেরু এবং নাট্য শিল্পী এবং নাট্য পরিচালক মিজানূর রহমান খানকে প্রবাসে সাংষ্কৃতিক অংগনে অবদানের জন্য নিউজ-বাংলার পক্ষ থেকে সন্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।
নাটকে মূল চরিত্রে অভিনয় করেন নাট্যকর্মী মিজানুর রহমান খান। অনবদ্য অভিনয় কৌশলে মুগধ করেন উপস্থিত দর্শকদের। মেট্রো ওয়াশিংটন সংস্কৃতিকর্মী,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। নাটক শেষে দর্শক-শ্রোতা যেমন তৃপ্তির ঢেঁকুর তুলেছেন, তেমনি বলেছেন দু'একটি গঠনমূলক কথাও।
ইতোমধ্যে নিউজ বাংলা নাট্যদলের পরিবেশনা 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটক মঞ্চায়ন করে ব্যাপক দর্শক প্রশংসা অর্জন করেন।  
নাটকের বিভিন্ন চরিত্রে য়ারা অভিনয় করছেন..হায়দার আলী:মিজানুর রহমান খান, কাযিম: আবু সরকার, লাইলী:রুম্পা বড়ুয়া, বদিউজ্জামাল:তিলক কর, মর্জিনা বেগম:আফরিন ফেন্সি, গোলাবজান:নাসরিনা মুন্না, লাল মিয়া:মো. আনোয়ার জামান, কালা মিয়া:তাপস দাস, দারোগা:প্রণব বড়ুয়া, আসলাম সাহেব:মাহফুজুর রহমান। 
১৯৮৭ সাল থেকে যাত্রা শুরু করে বিগত ৩০ বছর ধরে নাটকটি নিয়মিত প্রদর্শিত হচ্ছে। আজ অবধি ৭১৮ বার নাটকটি প্রদর্শিত হয়েছে। 
নাটকের কেন্দ্রীয় চরিত্র 'কঞ্জুস' বা হাড়কিপ্টে চরিত্রে ছিলেন হায়দার আলী খান। তার বয়স ষাট পেরিয়ে সত্তরের ঘরে। এক ছেলে এক মেয়ে। ছেলে কাযিম আলী খান  ও মেয়ে লাইলি বেগম। কোনো এক সময় সমুদ্র ভ্রমণে গিয়ে তার মেয়ে লাইলির সঙ্গে পরিচয় হয় বদিউজ্জামান ওরফে বদি মিয়ার। প্রেমের টানে বদি মিয়া খাস চাকর হয়ে যায় হায়দার আলী খানের বাড়িতে।  অন্যদিকে  হায়দার আলী খানের ছেলে কাযিম আলী খান প্রেমে পড়ে মর্জিনা বেগমের। কাযিম যখন মর্জিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তখন হায়দার আলীর নজর পড়ে ছেলের প্রেমিকা মর্জিনার ওপর। ঘটক গোলাপজান মাধ্যমে লাইলির সঙ্গে হায়দার আলীর বিয়ের কথাবার্তা চলতে থাকে। কাযিম তার আব্বার  আচরণে ত্যক্ত-বিরক্ত হয়। নাটকের কাহিনী এমনি ছিল। 
নিউজ বাংলার সম্পূর্ণ অনুষ্ঠান সফল করতে মঞ্চের আড়ালে যারা কাজ করেছেন-আলোক নিয়ন্ত্রণে: কামরুল খান লিঙ্কন, মঞ্চ ব্যবস্থাপনা- আফসান খান, সোয়েব চৌধুরী এবং দানিয়েল কুদ্দুস, হল ব্যবস্থাপনায়-  মিজান ভুইয়া,  কাজী স্বপন এবং দিনা ফেরদৌস, টিকেট এবং অনুষ্ঠান প্রাংগন ব্যবস্থাপনায়- লায়লা ফেরদৌসী মন্ডল এবং  নিজাম উদ্দিন, নাট্য সম্পাদনা, মিউজিক ও মঞ্চ পরিকল্পনায়- মিজানুর রহমান খান, মঞ্চ সজ্জা- আহসান আলম ও  নাইম রহমান, আবহসঙ্গীত নিয়ন্ত্রণে - আহসান আলম, রূপ সজ্জায়- মোনা রহমান এবং  শব্দ নিয়ন্ত্রণে জামিল খান ও শান্তনু বড়ুয়া।
ফটোগ্রাফী এবং ভিডিওগ্রাফীঃ সুবীর কাস্মীর পেরেরা এবং চুড়ি রহমান, ইভেন্ট কো-অর্ডিনেটর- সফি দেলোয়ার কাজল এবং সার্বিক তত্ত্ববধানেছিলেন নিউজ বাংলা ইঙ্ক'র সভাপতি  রায়হান আহমেদ  এবং সাধারন সম্পাদক এন্থনী পিউস গমেজ।