যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির হলমিচ পার্কে গত ২৮ জুলাই রোববার ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের পিকনিক। এতে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র, জমজমাট আড্ডা । মিশিগানের বৃহত্তম সামাজিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক এর বনভোজন ও মিলন মেলায় বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপদেষ্টাবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি আজমল হোসেন ও সাধারণ সম্পাদক বাসির আহমদ সহ কমিটির নেতৃবৃন্দ। পিকনিকে উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন সিটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। কয়েক হাজার মানুষের অংশ গ্রহণে এ পিকনিক হয়ে উঠেছিল মিলন মেলায়। মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় বিভিন্ন স্বাদের রকমারি আইটেম। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও রাফেল ড্র বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়, প্রথম পুরষ্কার ছিল একটি বিএমডব্লিউ গাড়ী। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে পিকনিকে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে পিকনিকের সমাপ্তি ঘোষণা করা হয় ।