একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খান (৭৪) ইন্তেকাল করেছেন। ৪ আগস্ট রোববার রাত ৯ টা ২০ মিনিটে লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
এদিকে সোমবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয়। জানাজায় সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। জানাজায় ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। জানাজা নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও মরহুমের বড় ছেলে সাইফুল আলম খান ছাড়াও পরিবারের পক্ষ থেকে ডা. নাজমুল এইচ খান, লং আইল্যান্স মুসলিম কমিউনিটি (লিমস)-এর পক্ষ থেকে জাহিদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
মরহুমের ছোট ভাই বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান জানান, পারিবারিক সিদ্ধান্তে পরবর্তীতে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। দেশে নরসিংদী জেলায় মনহর্দী উপজেরার সৈয়দের গাঁও-এ তার গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে আওলাদ হোসেন খানের মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ ও এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তারা ৭ ভাই আর ৪ বোন ছিলেন। ভাইদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বর্তমানে তার ৩ ভাই ৩ বোন জীবতি আছেন। মরহুমের আরেক ছোট ভাই ডা. নাজমুল এইচ খান জ্যামাইকা মুসলিম সেন্টারের ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান।
মোহাম্মদ হোসেন খান জানান, মঙ্গলবার (৬ আগষ্ট) রাত এমিরাত এয়ারলাইন্সের ১১টার ফ্লাইটে মরহুদ আওলাদ হোসেন খনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। আমা করা হচ্ছে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় তার মরদেহ ঢাকায় পৌছবে এবং সেখান থেকে গ্রামের বাড়ীতে নিয়ে গিয়ে দাফন করা হবে।
সোসাইটির শোক
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খানের ইন্তেকালে সোসাইটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সোসাইটির পক্ষ থেকে প্রেরীত শোক বার্তায় বলা হয়েছে সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুমাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।