নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বাংলাদেশে শেখ হাসিনার শাসনের মেয়াদে বন্ধ করে দেয়া সকল মিডিয়া খুলে দেয়ার আহবান জানিয়েছেন।
সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোমিন মজুমদার এক বিবৃতিতে বলেন, শুধুমাত্র প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত সরকার সরকার দৈনিক আমার দেশ, টেলিভিশন চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছিল। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সকল বন্ধ মিডিয়া অবিলম্বে খুলে দেওয়ার আহবান জানান হচ্ছে। তারা বলেন, আমাদের অবস্থান সবসময় স্বাধীন সাংবাদিকতা বিকাশের পক্ষে এবং সাংবাদিকতায় অপেশাদারী আচরণের বিরুদ্ধে। তারা কোটা বিরোধী আন্দোলনে নিহত সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান ও অবিলম্বে গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের আহবান জানিয়েছেন।