নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস

মানসম্মত জীবনের জন্য আবশ্যক কমিউনিটি অংশীদারিত্ব 

ডেস্ক রিপোর্ট
  ১৫ আগস্ট ২০২৪, ১৪:৩৭

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, গত জুন মাসে ম্যানহাটান লোয়ার ইস্ট সাইডের ১৪তম স্ট্রিটে মানসিক রোগগ্রস্ত ব্যক্তি কর্তৃক তিনজনকে ছুরিকাঘাত করার ঘটনা তাকে বিস্মিত করেছিল। মেয়র তার সাপ্তাহিক মতামত নিবন্ধে বলেন, যদিও আমাদের সিটিতে সামগ্রিক অপরাধ কমে গেছে এবং এর মতো ঘটনা বিচ্ছিন্ন ঘটনা সচরাচর ঘটে না। কোভিড ১৯ এর পর থেকে এ ধরনের অবাঞ্ছিত ঘটনার ওপর আলোকপাত করে সিটিবাসীর নিরাপত্তার জন্য একটি ব্যাপক কৌশল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, নিউইয়র্ক সিটিকে নিরাপদ, আরও সাশ্রয়, এবং কর্মজীবী ​​নিউ ইয়র্কবাসীদের জন্য আরও বাসযোগ্য করে তুলতে চাই। কারণ কোনো সিটির বসবাসযোগ্যতার একটি মূল দিক হচ্ছে জননিরাপত্তা এবং জীবনযাত্রার মানের অবনতির জন্য দায়ী সমস্যার সমাধান করা। আমাদের প্রশাসন কিছুতেই এমন কোনো অবস্থা মেনে নেবে না, যা উন্নত জীবনমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা কিছুতেই ছোটখাট চুরি, নেশাদ্রব্যের ব্যবহার, মানসিক স্বাস্থ্য সংকটের মতো বিষয়গুলো মেনে নিতে পারি না। আমরা রাস্তার পাশে লাইসেন্সবিহীন গাঁজার দোকানের অস্তিস্ত সহ্য করতে পারি না।
এ কারণে আমাদের প্রশাসন ১৪ এভিনিউ এবং ফার্স্ট এভিনিউ ও এভিনিউ এ এর মধ্যবর্তী এলাকার পরিবেশ উন্নয়নের জন্য “১৪তম স্ট্রিট কমিউনিটি ইমপ্রুভমেন্ট কোয়ালিশন” গঠন করেছে এবং একই উদ্দেশ্যে আমরা মিডটাউন ওয়েস্ট থেকে ১২৫তম ১১০তম স্ট্রিটে, এবং ওয়াশিংটন স্কয়ার পার্কের চারপাশে একই ধরনের কমিউনিটি ইমপ্রুভমেন্ট কোয়ালিশন” গঠন করে সক্রিয়ভাবে কাজ করছি। ফলে আশা করা যায় যে আমরা নিরাপত্তার পাশাপাশি সিটিবাসীর জীবনমানের উন্নয়ন সাধনে আরও একধাপ এগিয়ে যেতে সক্ষম হবে। তিনি বলেন, আমাদের প্রচেষ্টার সুফল পাওয়া যাচ্ছে। কমিউনিটির অংশীদারিত্ব চারূ হওয়ার পর গত কমিউনিটি ইমপ্রুভমেন্ট কোয়ালিশনগুলো ৮০০ এর বেশি অভিযোগে সাড়া দিয়েছে এবং ৬০০টির বেশি অভিযান পরিচালনা করেছে, যাতে তারা যে কমিউনিটির সেবায় নিয়োজিত তাদের দ্বারা উত্থাপিত উদ্বেগ দূর করতে ভূমিকা রাখতে পারে।