নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা আগামী ১৯ আগস্ট সোমবার সকালে তীর্থযাত্রা উপলক্ষে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে অবস্থিত হিন্দুদের পবিত্র ধর্মীয় তীর্থস্থান ‘নতুন বৃন্দাবন’ এ গমন করবেন। আটলান্টিক কাউন্টির কৃষ্ণভক্তদের উদ্যোগে এই তীর্থযাত্রার আয়োজন করা হয়েছে।আয়োজকদের সূত্রে জানা গেছে, কয়েকশত একর জমির ওপর প্রতিষ্ঠিত প্রাকৃতিক রূপের লীলাভূমি, ধর্মীয় পীঠস্থান ‘নতুন বৃন্দাবন’ এ পুণ্যার্থীরা যাচ্ছেন “অমৃতের সন্ধান” পেতে। নতুন বৃন্দাবনে পুণ্যার্থীরা বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তীর্থযাত্রার আয়োজকদের পক্ষে পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এবং আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী জানান, বিগত বছরগুলোর মতো এবছরও এই তীর্থযাত্রার আয়োজন করা হয়েছে। আগামী ২১ আগষ্ট , বুধবার পুণ্যার্থীরা নতুন বৃন্দাবন থেকে ফিরে আসবেন। নতুন বৃন্দাবনে তীর্থযাত্রা উপলক্ষে আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ সাড়া পড়েছে।