জ্যাকসন হাইটসে ঐক্যবদ্ধ জেবিবিএ পথমেলা

ডেস্ক রিপোর্ট
  ১৯ আগস্ট ২০২৪, ১৩:৫৫

নিউইয়র্কে বাংলাদেশিদের ব্যবসায়িক প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস এর ব্যবসায়ীদের দুটি সংগঠন থাকলেও আগামী ৭ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসেই ঐক্যবদ্ধভাবে পথমেলা আয়োজনের ঘোষণা দিয়েছে । ১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে দুই গ্রুপের নের্তৃবৃন্দ সম্মিলিতভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপরোক্ত ঘোষণা প্রদান করে অদূর ভবিষ্যতে দুটি সংগঠনকে পুনরায় ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী ৭ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য পথমেলায় কনভেনরের দায়িত্ব পালন করবেন মো: কামরুজ্জামান কামরুল (খামারবাড়ী গ্রুপ) এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন তারেক হাসান খান (গ্লোবাল মার্টি সার্ভিস) । পোশাক, জুয়েলারি, বাঙালি খাবারসহ রকমারী পণ্যের শতাধিক স্টল নিয়ে অনুষ্ঠিতব্য পথমেলায় সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন বাংলাদেশ ও প্রবাসের শিল্পীরা। সংবাদ সম্মেলনে উভয় জেবিবিএ-র নেতৃবৃন্দরা বলেছেন, বিভক্তির কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশি কমিউনিটি মূলধারায় অগ্রসর হতে পারছে না। আগেও ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কতিপয় ‘দুষ্ট’ লোকের কারণে তা সম্ভব হয়ে উঠেনি। ঐক্যবদ্ধ হওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে জেবিবিএ’র দু’টি গ্রুপ থেকে ৫ অথবা ৬ জন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করে আগামী ২ বছর জেবিবিএ’র কার্যক্রম পরিচালনা করার উদ্যােগ গ্রহণ করা যেতে পারে । এর মধ্যে সংগঠনের সদস্য তালিকা হালনাগাদ করে পরবর্তী নির্বাচন আয়োজন করা হবে বলে জেবিবিএ’র উভয় গ্রুপের নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন। জেবিবিএ’র দুই অংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও তারেক হাসান খান’র যৌথ সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন একাংশের সভাপতি হারুণ ভুইয়া, আরেক অংশের সভাপতি গিয়াস আহমেদ, জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল, একাংশের সাধারণ সম্পাদক, একাংশের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, মোহাম্মদ নমি, ইঞ্জিনিয়ার আবুল হাসান, মফিজুর রহমান প্রমুখ। এসময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেবিবিএ’র দুটি পক্ষের দুজন সভাপতি সভাপতি গিয়াস আহমেদ ও হারুণ ভূঁইয়া। সাধারণ সম্পাদকদ্বয় তারেক হাসান খান ও ফাহাদ সোলায়মান, বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল, ফাউমা ইনোভেটিভের ফাহাদ সোলায়মান, জেড আলম নমি, সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম প্রমূখ।