বাড়ি কিনতে ডাউনপেমেন্টে  সহায়তার প্রস্তাব কমলার

ডেস্ক রিপোর্ট
  ২৩ আগস্ট ২০২৪, ২৩:৪০

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গৃহ-ক্রেতাদের ডাউন-পেমেন্ট সহায়তা দেবেন। এজন্য তিনি তার অর্থনৈতিক এজেন্ডায় প্রথম-বারের ও প্রথম-প্রজন্মের গৃহ-ক্রেতাদের জন্য একটি বিধান অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন।
হ্যারিস উত্তর ক্যারোলাইনায় ২৩ আগস্ট শুক্রবারের সমাবেশে তার এই নীতি পরিকল্পনা ঘোষণা করবেন। একজন ক্যাম্পেইন কর্মকর্তার মতে, পরিকল্পনায় প্রথমবারের মতো কিছু বাড়ির ক্রেতাদের ২৫ হাজার ডলার পর্যন্ত ডাউন-পেমেন্ট সহায়তা দেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
হ্যারিস-ওয়ালজ প্রস্তাবটি শ্রমজীবী পরিবারগুলোকে সহায়তা প্রদান করবে। বিশেষ করে যারা কমপক্ষে দুই বছর সময়মতো ভাড়া পরিশোধ করেছেন এবং প্রথম বাড়ি কিনতে চাইছেন তারা এই সহায়তা পাবেন। প্রথম-প্রজন্মের বাড়ির মালিক যারা বিলের সাথে মানানসই তারা আরও বেশি সহায়তার জন্য যোগ্য হবেন।
‘অনেক আমেরিকান তাদের চাকরিতে কঠোর পরিশ্রম করে সঞ্চয় করেন এবং মাসের পর মাস তাদের ভাড়া পরিশোধ করেন। কিন্তু তারা তাদের ভাড়া ও অন্যান্য বিল পরিশোধ করার পরে একটি ডাউন পেমেন্টের জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেন না। এ কারণে তারা একটি বাড়ির মালিক হতে এবং সম্পদ তৈরি করতে পারছেন না। 
ক্যাম্পেইনের অনুমান, প্রস্তাবটি প্রথম-প্রজন্মের ক্রেতাসহ এক মিলিয়নেরও বেশি প্রথমবারের গৃহ-ক্রেতাকে প্রতি বছর একটি বাড়ি কেনার সুযোগ দেবে।
ক্যাম্পেইন অনুযায়ী, কমলা হ্যারিস ৩০ লাখ নতুন ইউনিট নির্মাণের মাধ্যমে আবাসন সংকটের অবসান ঘটাতে একটি প্রস্তাব ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এতে গৃহ-নির্মাতাদের ট্যাক্স ইনসেনটিভ প্রদান করা হবে। বিশেষ করে প্রথমবারের মতো গৃহ-ক্রেতাদের উদ্দেশ্যে ‘স্টার্টার হোম’-কে অগ্রাধিকার এবং আবাসন নির্মাণে স্থানীয় সরকারকে উৎসাহিত করার জন্য ৪০ বিলিয়ন ডলার উদ্ভাবনী তহবিল তৈরি করে এই সহায়তা দেয়া হবে। ক্যাম্পেইন অনুসারে, হ্যারিসের অর্থনৈতিক এজেন্ডায় ভাড়াটেদের জন্য সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে শ্রমজীবী আমেরিকানদের জন্য প্রসারিত ভাড়া সহায়তা এবং ওয়াল স্ট্রিট বিনিয়োগকারী ও কর্পোরেট বাড়িওয়ালাদের জন্য ট্যাক্স সুবিধা অপসারণ। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বিভিন্ন ক্যাম্পেইনে তার আবাসন পরিকল্পনার দিকগুলো তুলে ধরেন এবং আবাসন নির্মাণের জন্য ফেডারেল জমি দেয়ার প্রতিশ্রুতি দেন।