নিউইয়র্কে বাংলাদেশ সম্মেলন শুরু

বাংলাদেশের বন্যা দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার প্রবাসীদের

ডেস্ক রিপোর্ট
  ২৫ আগস্ট ২০২৪, ২৩:৫০
আপডেট  : ২৬ আগস্ট ২০২৪, ১৩:৩১

বাংলাদেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে স্থানীয় সময় শনিবার (২৪ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলন। সম্মেলনের প্রথম দিনে উপস্থিত প্রবাসীরা সাধ্যমত বন্যা দুর্গতদের সহায়তায় অর্থ সাহায্য দেন। সম্মেলন থেকে পাওয়া অর্থ শিগগির প্রধান উপদেষ্টা অথবা বাংলাদেশ সেনাবাহিনীর তহবিলে পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বন্যা দুর্গতদের সহায়তায় সব প্রবাসী যাতে সহায়তার হাত বাড়ান, এ জন্য সম্মেলনে কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি। প্রথম দিনে উপস্থিতি কম থাকলেও মঞ্চের পরিবেশনা ছিল চমৎকার। জনপ্রিয় শিল্পী প্রিয়া ডায়েস অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন। এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বাংলাদেশে সাম্প্রতিক গণআন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 


নিউইয়র্কের জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে শো টাইম মিউজিক আয়োজিত ষষ্ঠ বাংলাদেশ সম্মেলনের প্রথম দিনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ছিল বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসা স্টল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোকেয়ারের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। এসময় বাংলাদেশি কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সংস্কৃতিকর্মী বাবু জামান ও মিয়া মোহাম্মদ দুলালের সঞ্চালনায় সম্মেলনে আলোচনা পর্বে অংশ নেন মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সাংবাদিক ও সমাজকর্মী রওশন হক এবং অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
সম্মেলন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই তারকা শিল্পী কৃষ্ণা তিথি এবং ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী নীলিমা শশী। এছাড়া ত্রিণিয়া হাসান, শামীম সিদ্দিকী, রায়ান তাজ, প্রমি তাজ, নীপা জামান, অনিক রাজসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।  
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দিনে এক হাজার এক ডলার তহবিল সংগৃহীত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ সম্মেলনের শেষ দিনে আশাব্যঞ্জক তহবিল সংগ্রহ করা যাবে।