বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ অক্টোবর কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
২২ আগস্ট বৃহস্পতিবার সোসাইটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গঠনতন্ত্রের সাথে সামঞ্জস্য রেখে নির্বাচনের তারিখ ও তফসীল নির্ধারণ করা হয়। সে মোতাবেক বাংলাদেশ সোসাইটি ইনকের কার্যকরি কমিটি ২০২৫-২৬ এর নির্বাচন আগামী ২৭ অক্টোবর (রোববার) সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র বিক্রি করা হবে ২৫ আগষ্ট (রোববার) বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মনোনয়ন পত্র জমা নেওয়া হবে ২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। বাংলাদেশ সোসাইটির অফিসের নোটিশ বোর্ডে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আপিল ও শুনানী ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টা থেকে রাত ৮টা। এই তালিকা বাংলাদেশ সোসাইটির অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশের বাহিরে প্রবাসে মোট ১৮ হাজার ৬১৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। প্রার্থীদের সংখ্যা ও এলাকা বিবেচনা করে এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য কেন্দ্রগুলোর স্থান পরে সম্মানিত ভোটারদেরকে জানানো হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোনয়ন সংক্রান্ত সকল কার্যক্রম বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে নির্বাচন কমিশন পরিচালনা করবে। নির্বাচন কমিশন ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর।
মনোনয়ন পত্রের দাম:
প্রেসিডেন্ট: ৫৫০০ ডলার
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: ৪৫০০ ডলার
ভাইস প্রেসিডেন্ট: ৪০০০ ডলার
জেনারেল সেক্রেটারি: ৪২০০ ডলার
অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি: ২৭০০ ডলার
ট্রেজারার: ২৫০০ ডলার
অর্গানাইজিং সেক্রেটারি: ১৮০০ ডলার
ডিপার্টমেন্টাল সেক্রেটারি (৬): ১৫০০ ডলার
এক্সিকিউটিভ মেম্বার (৬): ১২০০ ডলার
এছাড়া মনোনয়ন পত্র প্যাকেজ ফি ৫০০ ডলার (অফেরতযোগ্য) নির্ধারণ করা হয়েছে (শুধুমাত্র ক্যাশ)।