উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, শিল্প, সংস্কৃতির ভরপুর ঐতিহ্য তুলে ধরা এবং আমেরিকান মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশি-আমেরিকানদের সেতুবন্ধন জোরদার করার প্রত্যয়ের মধ্যদিয়ে শুক্রবার থেকে শুরু হয়ছে ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা - ফোবানার তিন দিনব্যাপী ৩৮তম সম্মেলন।
বৃহত্তর ওয়াশিংটন ডিসিভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) ওয়াশিংটন ডিসি'র নিকটস্থ ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে এই সম্মেলনের আয়োজন করেছে।
এবারের সম্মেলনে আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিসহ বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য তুলে ধরা হবে। ফোবানা সম্মেলনের এবারের থিম -"চেতনায় বাংলাদেশ"।
এবারের সম্মেলনের বিশেষত্বেও বিষয়ে সম্মেলনের চেয়ারম্যান অ্যার্টনি আলমগীর বলেছেন, এবাররে অনুষ্ঠানরে বশিষেত্ব হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে ফোবানার মাধ্যমেও তুলে ধরার চষ্টো করা এবং সে লক্ষ্যে আমরা সারা আমরেকিাতে তরুন প্রজন্মকে একত্রতি করার জন্য আমরা ইয়ুথ ফোরাম করেছি। এই ফোরামরে ব্যাপক পরকিল্পনায় রয়েছে সারা আমরেকিার তরুণদরে একত্রতি করে মূল ধারার রাজনীতিবিদদের সাথে পরচিতি করে তোলা যাতে করে তারাও মূল ধারার রাজনীতির প্রতি আগ্রহী হয়।