বিনা ভাড়ায় সিটির বাস ভ্রমণ নয়

ডেস্ক রিপোর্ট
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৮

নিউইয়র্ক সিটিতে বিনা ভাড়ায় বাস ভ্রমণকারী যাত্রীর সংখ্যা বেড়ে চলায় সিটির অন্যতম গণপরিবহন সংস্থা এমটিএ বাস বিভাগ বিপুল লোকসানের সম্মুখীণ হয়েছে। এ প্রসঙ্গে এমটিএ বলেছে যে, এখন থেকে কেউ বিনা ভাড়ায় বাস ভ্রমণ করতে পারবে না। এমটিএ’র কর্মকর্তা বলেছেন যে সিটির গণপরিবহনে ভাড়া ফাঁকি দেওয়ার প্রবণতা ব্যাপক হয়েছে এবং ভাড়া ফাঁকি দেওয়া যাত্রীদের কারণে ২০২২ সালে এমটিএ ৩১৮ মিলিয়ন ডলার কম রাজস্ব পেয়েছে। ভাড়া ফাঁকির প্রবণতা রোধ করার লক্ষ্যে ইতোমধ্যে এমটিএ তাদের কার্যক্রম জোরদার করেছে।
যাদের বিনা ভাড়ায় ভ্রমণ করতে দেখা যাবে, তারা জরিমানার স্মুখীণ হবেন বলে জানিয়েছে এমটিএ। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার আটজন পুলিশ অফিসার এবং আটজন ট্রানজিট কর্মীকে দেখা যায় ম্যানহাটনের আপার ইস্ট সাইডে বাস স্টপেজে অপেক্ষা করতে। তাদের হাতে টিকেটের স্লিপ ও জরিমানা ধার্য করার কাগজপত্র ছিল। বাস আসার পর তারা বাসে উঠেন করে এবং বাস থেকে এক নারী যাত্রীকে নামিয়ে আনেন, যার কাছে টিকেট ছিল না। তাকে ১০০ ডলার জরিমানা ধার্য করা হয়।
তারা বাসের অন্যান্য যাত্রীদেরও মেট্টো কার্ড চেক করেন। যে মহিলাকে জরিমানা ধার্য করা হয়, তিনি কান্নায় ভেঙে পড়েন। নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, যদিও নিউইয়র্কের বেশিরভাগ ট্রানজিট আইন প্রয়োগকারী ও বিনা ভাড়ায় ভ্রমণকারী যাত্রীদের শণাক্ত করা ও জরিমানা ধার্য করার জন্য এমটিএর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ সাবওয়ের দিকে মনোনিবেশ করে, কিন্তু বাসে বিনা ভাড়ায় ভ্রমণের ব্যাপক প্রবণতাকে উপেক্ষা করা হয়।
সিটির ট্রানজিট কর্মকর্তারা যখন বাসে বিনা ভাড়ায় ভ্রমণের প্রবণতা রোধের অভিযানে নামেন তখন দেখতে পান যে, সিটিতে যারা বাসে ভ্রমণ করেন, তাদের প্রতি দুই যাত্রীর একজন বিনা ভাড়ায় ভ্রমণ করেন। এমটিএর সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, সংস্থাটি ২০২২ সালে সাবওয়েতে ভাড়া ফাঁকির জন্য ২৮৫ মিলিয়ন ডলার এবং বাসে ৩১৫ মিলিয়ন ডলার রাজস্ব আয় হারিয়েছে। ম্যানহাটানের ফিফথ এভিনিউ এবং ইস্ট ৯৭ স্ট্রীটের কোণায় অবস্থানরত পুলিশ অফিসার এবং ট্রানজিট কর্মীরা ভাড়া ফাঁকিদানকারীদের নিবৃত করতে অপেক্ষমান ছিলেন।
এভাবে সিটির সর্বত্র গুরুত্বপূর্ণ স্থানের বাস স্টপেজগুলোতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও এমটিএর জরিামানা ধার্যকারী টিম অপেক্ষমান থাকবে বলে জানিয়েছে এমটিএ। সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন এসব টিম ম্যানহাটন, ব্রঙ্কস, কুইন্স এবং স্টেটেন আইল্যান্ডে বিনা ভাড়ায় ভ্রমণকারী বেশ কিছু যাত্রীকে জরিমানা করেছে। এ অভিযান অব্যাহত থাকবে।