চট্টগ্রাম সমিতির নির্বাচন ১৯ অক্টোবর, মনোনয়ন সংগ্রহ ৪২টি

ডেস্ক রিপোর্ট
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০

প্রবাসের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের (চট্টগ্রাম সমিতি) নির্বাচন আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী মাকসুদ-সিরাজী এবং তাহের-আরিফ প্যানেলের প্রার্থীরা মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, কার্যকরী পরিষদের ১৯টি পদে ৩৮টি এবং অতিরিক্ত তিনটি করে মোট ৪২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। গত ৩১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্রুকলিনে সমিতির নিজস্ব কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার এবং সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ৭ সেপ্টেম্বর শনিবার মনোনয়নপত্র জমার দিন। এদিন জমা হওয়র পর বাছাই করা হবে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার। ১৮ সেপ্টেম্বর বুধবার মনোনয়পত্র প্রত্যাহারের দিন ধার্য রয়েছে। এরপর যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের মুখপাত্র শাহাব উদ্দিন সাগর আরো জানান, ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধনীর জন্য সমিতির অফিসে নোটিশ দেওয়া হয়েছে। প্রার্থীদেরও দেওয়া হয়েছে এই নোটিশ। ১৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৬টার মধ্যে সংশোধনী দাখিল করতে হবে। এরপর মূলতঃ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ১৯ অক্টোবর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ, কমিশনার শাহাব উদ্দিন সাগর, রুহুল আমিন প্রকাশ হোসেন, মোহাম্মদ সেলিম হারুন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল হান্নান। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রাম সমিতির মোট ভোটার ২ হাজার ৬৬৩ জন এবং আজীবন সদস্য ২২৩ জন।