বেগম রওশন আরার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮

চাঁদপুরে জন্মগ্রহণকারী এবং ঢাকার খিলগাঁও চৌধুরী পাড়ার স্থায়ী বাসিন্দা বেগম রওশন আরা গত ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। নিউইয়র্ক সিটির জামাইকা মেডিক্যাল সেন্টারে তিন দিন চিকিৎসাধীন থাকার পর, ৬ সেপ্টেম্বর দুপুর ১২:৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম রওশন আরা মৃত্যুকালে তিন সন্তান—এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার কনিষ্ঠ কন্যা ভায়লা সালিনা নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাস করেন। পরিবার সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর আকস্মিকভাবে ব্রেন হ্যামোরেজ হওয়ার পর বেগম রওশন আরাকে দ্রুত জামাইকা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। তিনদিন ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত ৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার জানাজার নামাজ ৭ সেপ্টেম্বর নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে সকাল ৯টায় জানাজা ও বাদ জোহর জানাজা শেষে, ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক মাউন্ট সাইনাই সেমিট্রিতে বাদ আছর দাফন করা হয়।  তাঁর  মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সকলেই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।