বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ৯ / ১১ এর শহীদদের স্মরণে সভা 

ডেস্ক রিপোর্ট
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৫

১১ সেপ্টেম্বর বুধবার  ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ৯/১১ এর শহীদদের স্মরণে এক সভা ব্রঙ্কসের  ট্রাই অ্যাংগেল বাংলাবাজার, পার্কচেস্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপস্হাপনা করেন এ্যাটর্নী রাশেদ মজুমদার ও মোঃ শামিম মিয়া।
সমম্বয়কের ভুমিকায় ছিলেন মোতাসিম বিল্লাহ তুষার পিক, এ ইসলাম মামুন, শামিম আহমেদ, সামাদ জাকারিয়া।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরনে নিরাবতা পালন করা হয়, এরপর আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা পরিচালনা করেন ব্রঙ্কসের সেন্ট হেলেন চার্জের ফাদার ডেভিড।
বিশ্ব শান্তি, ৯/১১ শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের  পেশ ইমাম আবুল কাশেম ইয়াহিয়া।
১১ সেপ্টেম্বরের হামলা  যা নাইন/ ইলেভেন  নামে পরিচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ছিনতাইকৃত  বিমান যোগে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদা একইসাথে চারটি সমন্বিত আত্মঘাতী হামলা করে। ঐ হামলায় ২,৯৯৭ জন নিহত, ৬,০০০ এর অধিক মানুষ আহত হন এবং অবকাঠামো ও সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয় প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার।
অনুষ্ঠানে উপস্হিত থেকে দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সিনেটর ন্যাথালিয়া ফর্নান্ডেজ, এ্যাসেমবিলি ওম্যান, ব্রঙ্কস বরো এর  প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান এন মজুমদার মাস্টার্স অব ল, খলিল ফুড ফাউন্ডেশনের সিইও খলিলুর রহমান, এ্যাটর্নী রাশেদ মজুমদার, ক্যাপটেন ব্লাঙ্কো পুলিশ প্রিসেন্ট ৪৩, ল্যাফটেনেন্ট ইয়ান পুলিশ প্রিসেন্ট ৪৩, কমিউনিটির পরিচিত মুখ ল্যাফটেনেন্ট বিলাল উদ্দিন, প্রফেসর ছানাউল্লাহ্ , কামাল উদ্দিন, হাসান আলী, কাজী রবিউজ্জামান, জহির উল হক, খায়রুল ইসলাম নাসির, মিয়া মোহাম্মদ দাউদ, নূরে আলম জিকু।
৯/১১ দিনটির স্মৃতিচারন করে বক্তব্য রাখেন জগলুল চৌধুরী, সদস্য, কমিউনিটি বোর্ড ৯ ও মোতাসিম বিল্লাহ তুষার পিক।
উপস্হিত ছিলেন বিজয় কৃষ্ণ সাহা, কবি সুধাংশু কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, তহিদুল ইসলাম, জামাল আহমেদ, আজিজুল হক, মকবুল মিয়া, লুৎফর রহমান, জালাল সরদার কমিশনার, মন্জুর চাকলাদার প্রমুখ।
 সেন্ট হেলেনা স্কুল এর স্কাউট দলের উপস্হিতি অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত করে তোলে।